AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাদ জোহর জানাজা,ইমামতি করবেন ছেলে


Ekushey Sangbad

০৪:৪৯ এএম, অক্টোবর ২৫, ২০১৪
বাদ জোহর জানাজা,ইমামতি করবেন ছেলে

একুশে সংবাদ : জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেয়ার জন্য প্রস্তত করা হয়েছে। শনিবার বেলা ১২টায় তার মরদেহ জানাজার জন্য বায়তুল মোকাররমে নেয়া হবে। সেখানে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।এরপর দাফন করা হবে মগবাজারের পারিবারিক কবরস্থানে।   তার মরদেহ মগবাজারের বাড়ির সামনে লাশবাহী গাড়িতেই রাখা হয়েছে। সেখানে আজও দলীয় নেতারা ভিড় জমিয়েছেন তার মরদেহ দেখার জন্য।   আজ শনিবার সকালের দিকে লন্ডন থেকে গোলাম আযমের তিন ছেলে ঢাকা পৌঁছবেন বলে তারা আশা করছেন। বিদেশে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের আসার কোনো সম্ভাবনা নেই।   শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান গোলাম আযমের বড় ছেলে আবদুল্লাহিল আমান আল আযমী।   তিনি আরো জানান, জানাজায় ইমামতি করবেন তিনি নিজেই। আল আযমী বৃহস্পতিবার জানিয়েছিলেন যে তার বাবা ওসিয়ত ছিল যে, তার বড় ছেলে আবদুল্লাহির মামুন আল আযমী যেন তার জানাজায় ইমামতি করেন। সেটি সম্ভব না হলে তার জানাজায় ইমামতি করবেন হয় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী অথবা মাওলানা দেলাওয়াল হোসাইন সাঈদী।   গোলাম আযমের বড় ছেলে আবদুল্লাহিল মামুন আল আযমী ইসলামী উন্নয়ন ব্যাংকের বড় কর্মকর্তা। তিনি জেদ্দায় থাকেন। এখন তিনি ব্যাংকেরই এক কাজে তুরস্কে আছেন। সেখান থেকে তার আসা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে দলীয় সূত্র জানিয়েছে। একুশে সংবাদ ডটকম/এফরান/২৫.১০.০১৪:
Link copied!