AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে স্কুলছাত্রের গুলিতে নিহত ১


Ekushey Sangbad

০৫:১৩ এএম, অক্টোবর ২৫, ২০১৪
যুক্তরাষ্ট্রে স্কুলছাত্রের গুলিতে নিহত ১

একুশে সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাইস্কুল পড়ুয়া ছাত্রের গুলিতে ১ জন নিহত হয়েছেন, আহত আরও চার জন। ঘটনার পর আত্মহত্যা করে জে'লেন ফ্রাইবার্গ নামের ঐ শিক্ষার্থী।থবর :বিবিসি,রয়টার্স । শুক্রবার ওয়াশিংটনের সিয়াটলে ম্যারিসভিল-পিলচাক স্কুলে এই ঘটনা ঘটে।পুলিশ জানায় ৪০ ক্যালিবারের একটি রাইফেল নিয়ে সহপাঠীদের উপর হটাৎ হামলা করে মানসিক ভারসাম্যহীন ফ্রাইবার্গ। ঘটনার পর অন্যান্য শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই হামলার ঘটনায় গোটা স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্র ছাত্রীরা হুড়োহুড়ি করে স্কুল থেকে বেরিয়ে আসছে। অনেকে আবার প্রাণভয়ে ক্যান্টিনের টেবিলের তলায় আশ্রয় নেয়। তবে হামলার কয়েক মিনিট পর নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে ফ্রাইবার্গ। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি।শুক্রবার বন্দুক নিয়ে ক্যান্টিনে প্রবেশ করে স্কুলেরই ছাত্র জেয়লিন ফ্রাইবার্গ। এ সময় স্কুলে লাঞ্চব্রেক চলছিল। সে ক্যান্টিনের ছাত্র-ছাত্রীদের একটি টেবিলের ওপর দাঁড় করিয়ে তাদের পিঠ লক্ষ্য করে গুলি করে। সবমিলিয়ে ছয়বার গুলি চালায় ঘাতক। এতে তারই এক সহপাঠিনী নিহত হয়। আহত হয় আরো দুই ছাত্র ও দুই ছাত্রী। এর মধ্যে দু জন ফ্রাইবার্গের নিকটাত্মীয় বলে জানিয়েছে বিবিসি। হতাহতদের সবার বয়স আটারোর নিচে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্কুলে হামলার এটি কোনো নতুন ঘটনা নয়। এর আগে ২০১২ সালে নিউ ইয়র্ক সিটি থেকে ৬০ মাইল উত্তর-পূর্বের শহর নিউ টাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক ২০ বছর বয়সী তরুণের গুলিতে ২০ স্কুল শিশুসহ ২৮ জন নিহত হয়েছিল। এটি ছিল মার্কিন মুল্লুকে কোনো বন্দুকধারীর উন্মত্ত হামলায় হত্যার দ্বিতীয় বড় ঘটনা। এর আগে ২০০৭ সালে ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে এক ছাত্রের গুলিতে ৩২ জন নিহত হয়েছিল। একুশে সংবাদ ডটকম/এফরান/২৫.১০.০১৪:
Link copied!