AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিম আফ্রিকায় ইবোলার টিকা পাঠানো হচ্ছে ডিসেম্বরে


Ekushey Sangbad

০৫:৪৯ এএম, অক্টোবর ২৫, ২০১৪
পশ্চিম আফ্রিকায় ইবোলার টিকা পাঠানো হচ্ছে ডিসেম্বরে

একুশে সংবাদ ডেস্ক : ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মাঝে আশার বাণী শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, তারা এ বছর ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ইবোলার টিকা পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে পাঠাবে। স্বাস্থ্যকর্মীরা সেগুলো আক্রান্তদের দেহে প্রয়োগ করবেন। এ ছাড়া ২০১৫ সালের শেষ নাগাদ কোটি কোটি ডোজ টিকা উত্পাদন করা হবে। ইবোলায় আফ্রিকার লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিয়নে ৪৮০০ মানুষের মৃত্যুর পর বিশ্ব স্বাস্থ্যের পক্ষ থেকে এ ঘোষণা এলো। বিবিসি, আল জাজিরা।   গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতে বলা হয়, ইবোলার মহামারী ঠেকাতে ২০১৫ সালের শেষ নাগাদ তারা কোটি কোটি ডোজ টিকা উত্পাদন করবে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে উত্পাদন করা হবে কয়েক হাজার টিকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পশ্চিম আফ্রিকায় স্বাস্থ্য কর্মীদের কাছে টিকা পাঠানো হবে। এগুলো তারা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবেন। এগুলোর গুণাগুণ লক্ষ্য করবেন। ফল ভালো হলে শুরু হবে ব্যাপক উত্পাদন।   তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এই টিকা কোনো ম্যাজিক বুলেট নয় যে, দ্রুত চলমান মহামারীর সমাপ্তি ঘটাবে। ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ড. ম্যারি পল কিয়েনি বলেছেন, আশা করা হচ্ছে, এসব টিকা চলমান মহামারী ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এটি কার্যকর প্রমাণিত হলে টিকাটি সহজলভ্য করা হবে। তিনি বলেন, ‘ইবোলা সঙ্কট উত্তরণে যদিও এখনও যথেষ্ট সাড়া পাওয়া যায়নি তবে টিকাটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহূত হবে।’   প্রসঙ্গত, গ্লাক্সো স্মিথক্লিন (জিএসকে) এবং পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা উদ্ভাবিত দুটি ইবোলা টিকার পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। জিএসকে উদ্ভাবিত টিকাটির পরীক্ষা চলছে মালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। আর কানাডা উদ্ভাবিত টিকাটির পরীক্ষা চলছে যুক্তরাষ্ট্রে। ডিসেম্বর নাগাদ এর ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষা সফল হলে এসব টিকা চলে যাবে পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলোতে। সম্ভবত লাইবেরিয়া থেকে এর ব্যবহার শুরু হবে। একুশে সংবাদ ডটকম/এফরান/২৫.১০.০১৪:
Link copied!