AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে বেগুণ চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা


Ekushey Sangbad

০৫:৫৯ এএম, অক্টোবর ২৫, ২০১৪
পঞ্চগড়ে বেগুণ চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি পাড়া ও পামের পাড়া এলাকার কৃষকরা বেগুণ চাষ করে লাভবান হচ্ছে।   গতকাল শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায় ঝাড়বাড়িপাড়া ও পামের পাড়া এলাকার বিস্তৃণ এলাকা জুড়ে বেগুণের চাষ করেছে স্থানীয় কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে বেগুণ চাষ অনেক লাভজনক বলে প্রতি বছর এই এলাকার কৃষকরা বেগুণ চাষ করে আসছে।   বেগুণ চাষী সহিদুল ইসলাম বলেন, বেগুণ চাষ করতে পারলে অন্যান্য ফসলের চেয়ে অনেক লাভ। বেগুলের চারা রোপন করে ঠিক মত পরিচর্যা করতে হবে। ঠিক মত সার ও কীটনাশক ব্যবহার করলে বেগুণের ফলন ভালে হবে।   তিনি আরো জানান, গত বছর ১ বিঘা জমিতে বেগুনের চাষ করে ৩০ হাজার টাকা লাভ করেছেন, খরচ হয়েছে ৫ হাজার টাকা মাত্র। এবার তিনি ২ বিঘা জমিতে বেগুণ চাষ করেছে। রোপিত বেগুণ বাজারে বিক্রি শুরু করেছেন। বাজারে বেগুনের দাম ভাল।   পাইকারি দরে বর্তমানে বাজারে ১৫ টাকা কেজি দরে বিক্রি চচ্ছে। বাজারে বেগুণের চাহিদা ভালো থাকায় এই এলাকার বেগুণ চাষিরা বেশ খুশি। এ সময় কথা হয় বেগুণ চাষী স্বপন, ফজুল, সালাম, সানুর সাথে। তারাও প্রতি বছরের মত এবার বেগুণের আবাদ করেছেন। বেগুণের ফলন ও ভালো হয়েছে। এবারও তারা বেগুণ চাষ করে লাভবান হবেন বলে আশা করছেন।   সহিদুল ইসলাম বলেন সরকারি ভাবে এই এলাকার কৃষকরা কোন সুযোগ সুবিধা পায় না। এলাকার বিএসরা কোন দিন তাদের বেগুণ ক্ষেত দেখতে আসেন না। অত্র এলাকার বেগুণ চাষীদের সরকারি ভাবে প্রশিক্ষণ প্রদান করলে তারা আরো বেশি ভাল বেগুণ আবাদ করতে পারবে বলে অনেক বেগুণ চাষী এই আশাবাদ ব্যক্ত করেছেন।   একুশে সংবাদ ডটকম/লিহাজ উদ্দীন মানিক/মামুন/২৫.১০.২০১৪
Link copied!