AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এয়ার ইন্ডিয়ার বিমানে জঙ্গিহানার শঙ্কা, বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি


Ekushey Sangbad

০৬:২৭ এএম, অক্টোবর ২৫, ২০১৪
এয়ার ইন্ডিয়ার বিমানে জঙ্গিহানার শঙ্কা, বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

একুশে সংবাদ : শুক্রবার অথবা শনিবারের উড়ান ধরতে চাইলে চোখ কান রাখুন খোলা l কারণ এয়ার ইন্ডিয়ার বিমানে হয়ত আপনার সহযাত্রী হতে পারে দুই আত্মঘাতী জঙ্গি l চোখ কপালে ওঠার মতই ঘটনা l কারণ ব্যুরো অফ সিভিল এভিয়েশনে পক্ষ থেকে আহমেদাবাদ ও মুম্বইসহ দেশের সবকটি বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা l গোয়েন্দাসুত্রে খবর, দুই আত্মঘাতী জঙ্গি বোমাসমেত শনিবার এয়ার ইন্ডিয়ার যেকোনো উড়ানে ওঠার চেষ্টা করবে l এই খবরেই নড়েচড়ে বসেছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন l দিল্লির হেডকোয়ার্টার থেকে চিঠি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে l অসামরিক বিমানচলাচল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আহমেদাবাদ-মুম্বই ও মুম্বই-কোচির উড়ানকেই বেছে নিতে পারে জঙ্গিরা l ২৪ তারিখ মধ্যরাত বা ২৫ তারিখের আহমেদাবাদ-মুম্বই এবং ২৫ তারিখের ভোর পাঁচটার মুম্বই-কোচির বিমানে পৃথকভাবে উঠবে দুই আত্মঘাতী জঙ্গি l সতর্কবার্তা পাওয়ার পরই বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা l এনএসজির বিশেষ দলকে নামানো হয়েছে l আপত্কালীন সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দরগুলিতে l গুজরাতি ক্যালেন্ডার অনুযায়ী ২৪ অক্টোবর নববর্ষ এবং ২৫ অক্টোবর ভাইফোঁটা l সকলেই উত্সবের আবহে গা ভাসাবেন l স্বাভাবিকভাবেই নিরাপত্তার ঢিলেমির সুযোগ নিয়ে বড় নাশকতার ছক কষেছে সন্ত্রাসবাদীরা l একুশে সংবাদ ডটকম/আর/২৫-১০-০১৪:
Link copied!