AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমাদের বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীলতা কমছে : অর্থমন্ত্রী


Ekushey Sangbad

০৭:৫৭ এএম, অক্টোবর ২৬, ২০১৪
আমাদের বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীলতা কমছে : অর্থমন্ত্রী

একুশে সংবাদ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমাদের বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীলতা কমছে। ১৯৭৭ সালে যেখানে জিডিপির ১২ শতাংশ বৈদেশিক সহায়তা ছিল, এখন সেটি জিডিপির ১ দশমিক ৮ শতাংশে নেমেছে। তা ছাড়া আমাদের বৈদেশিক সহায়তার ব্যবহারের সক্ষমতাও বেড়েছে।’ আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এইমস নামের সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইআরডির সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। মসিউর রহমান বলেন, ‘আমাদের সভিং ও রেমিটেন্স বাড়লেও কাঙ্খিত বিনিয়োগ বাড়েনি। রাজস্বও অনেকটা কমেছে। এজন্য বিদেশী বিনিয়োগসহ অন্যান্য বিনিয়োগ বাড়ানো দরকার।’ অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে আসা বৈদেশিক সাহায্যের পরিমাণ ও ব্যবহার সংক্রান্ত তথ্য ও উপাত্তসমূহ এইমস ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। বিভিন্ন দাতা সংস্থা, বাস্তবায়নকারী সংস্থা, খাত বা অঞ্চল অনুযায়ী বৈদেশিক সাহায্যেপুষ্ট প্রকল্প সমূহের প্রতিশ্রুতি ও ছাড়করা অর্থের পরিমাণ এইমসের মাধ্যমে জানা যাবে। বাংলাদেশ সরকার ও দাতা সংস্থাসমূহ উভয়ই এই সিস্টেমের মাধ্যমে লাভবান হবে। এখনও পর্যন্ত বিশ্বের ৪০টিরও বেশি দেশে বিভিন্ন ধরনের এইমস সফটওয়্যার যেমন ডেভলপমেন্ট এ্যাসিটেন্স এবং ডাটাবেজ (ডিএডি) এবং এইড ম্যানেজমেন্ট প্লাটফরম (এএমপি) ব্যবহার করা হচ্ছে। তবে বাংলাদেশ হচ্ছে খুবই স্বল্পসংখ্যক দেশগুলোর একটি যারা নিজেরাই তাদের দেশীয় লোকবলের মাধ্যমে এই এইমস সফটওয়্যারটি তৈরি করতে পেরেছে। সফটওয়ারটি খুবই সুলভ, টেকসই ও সহজে সংস্কারযোগ্য। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ স্ট্রেদেনিং ক্যাপাসিটি ফর এইড ইফেকটিভনেস ইন বাংলাদেশ প্রকল্পের এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থে ইন্টারন্যাশনাল এইড ট্যারান্সপারেন্সি আনিটিয়েটিভ এর কোডিং অনুসরণ করে এই সফটওয়্যারটি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দাতা সংস্থা সমূহ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেই এই সফটওয়্যারটি নির্মাণ করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/শিলা/২৬.১০.২০১৪
Link copied!