AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শপিং নয়, সেক্সই পছন্দ মহিলাদের !


Ekushey Sangbad

০৯:৫৮ এএম, অক্টোবর ২৬, ২০১৪
শপিং নয়, সেক্সই পছন্দ মহিলাদের !

একুশে সংবাদ : সহবাসের চিন্তা পুরুষকে হার মানায় মহিলারা৷ সকলেই মনে করেন, পুরুষরাই সহবাসের কথা বেশি ভাবেন৷ নারীরা ভাবেন শপিং নিয়ে৷ সকলে ভাবেন মহিলারা সহবাসের চেয়ে শপিং, ঘুরে বেড়ানো বা টিভি দেখাকেই বেশি গুরুত্ব দেন৷ কিন্তু, এটি একেবারেই সত্যি নয়৷ সহবাসের ক্ষেত্রে পুরুষরা নারীদের কাছে ডাহা ফেল করেন৷ সোনার গয়না বা হীরের নেকলেস নারীর মন ভোলাতে পারলেও, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যা মহিলারা সহবাসের চেয়েও বেশি ভালবাসেন৷ কিছু মহিলার হয়ত লজ্জায় নিজের স্বামী বা প্রেমিককে মনের কথা বলে উঠতে পারেন না৷ কিন্তু পুরুষ সঙ্গীদেরই সবসময় একজন মহিলার মনের ইচ্ছের কথা মাথায় রাখা উচিত৷ স্ত্রী বা প্রেমিকার সঙ্গে এমনভাবে মেলামেশা করুন, যাতে তিনি আপনাকে কোন কথা বলতে ভয় বা অস্বস্তিবোধ না করেন৷ নিজেদের সম্পর্ক এমনভাবে তৈরি করুন, যাতে সহবাসের ক্ষেত্রেও নারীরা মনের কথা নির্দ্বিধায় বলতে পারেন৷ অনেক সময় দম্পতিদের মধ্যে বয়সের বেশ খানিকটা ফারাক থাকায় স্ত্রী মনের কথা খুলে বলতে পারেন না৷ এই কারণেই স্ত্রীয়ের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন এবং তার সমস্ত পছন্দ ও অপছন্দের কথা মাথায় রাখুন৷ সন্দেহ যেকোন সম্পর্ককে নষ্ট করে দিতে পারে৷ এই কারণে নিজের সঙ্গীকে অযথা সন্দেহ করবেন না এবং তাকেও কখনও অন্ধকারে রাখবেন না৷ কিন্তু, আপনার যদিও কখনও মনে হয় আপনার সঙ্গী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, তবে তার সঙ্গে ঝগড়াঝাঁটি না করে এর আসল কারণ খুঁজে বের করুন৷ সহবাসের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হলেও মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন না৷ কিন্তু, আপনাকেই নিজের সঙ্গীর মনের কথা বুঝতে হবে ও তার সম্মান করতে হবে৷ এছাড়াও দাম্পত্য জীবনে সবসময় খেয়াল রাখবেন, যাতে অফিসের সমস্ত টেনশন আপনার সঙ্গে আপনার বাড়িতেও না ঢুকে পরে৷ তবে আপনি মন খুলে যেমন স্ত্রীয়ের সঙ্গে সব কথা আলোচনা করতেও পারবেন না, অন্যদিকে তিনিও আপনারে কোন কথা বলার সাহস পাবেন না৷ এতে সংসারে সমস্যা বাড়বে বই কমবে না৷ একুশে সংবাদ ডটকম/আর/২৬-১০-০১৪:
Link copied!