AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোবাইলফোন টাওয়ার স্থাপনে অবিলম্বে বিধি প্রণয়নের দাবি


Ekushey Sangbad

১০:৫৩ এএম, অক্টোবর ২৬, ২০১৪
মোবাইলফোন টাওয়ার স্থাপনে অবিলম্বে বিধি প্রণয়নের দাবি

একুশে সংবাদ : বিকিরণ দূষণ থেকে জীবন ও প্রাণবৈচিত্র্য বাঁচানোর জন্য মোবাইলফোন টাওয়ার স্থাপনে অবিলম্বে বিধি প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে সিএলএনবি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সিএলএনবিসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, মোবাইল টাওয়ারের বিকিমাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণের চেয়ে ভয়াবহ তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। এ ভয়াবহ বিকিরণের কবলে সারাদেশ। এটা গন্ধ, বর্ণ ও শব্দহীন এবং অদৃশ্য, কিন্তু মানব দেহ ও জীব জগতের জন্য মারাত্মক ক্ষতিকর। তারা বলেন, তারহীন মোবাইলফোন কোম্পানিগুলোর টাওয়ারের রেডিয়েশনের মাধ্যমে এই দূষণের উৎপত্তি হচ্ছে। মোবাইল টাওয়ারের রেডিয়েশনের (তড়িৎ চৌম্বকীয় বিকিরণ) কারণে ভয়াবহ ক্যানসার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের মানুষ। বক্তারা জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে আবাসিক এলাকা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অনেক দূরে এবং অনেক উঁচুতে মোবাইল টাওয়ার স্থাপন করা হয়। অথচ আমাদের দেশে মোবাইল ফোনের ৯০ শতাংশ টাওয়ার লোকালয়, বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে স্থাপন করা হয়েছে। অভিযোগ করে বক্তারা বলেন, বিশ্বের অধিকাংশ দেশে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা মনিটর করা হলেও আমাদের দেশে তা করা হচ্ছে না। আবাসিক এলাকা থেকে দূরে লোকালয়ের বাইরে কমপক্ষে ৪০ তলা ভবন সমান উঁচুতে মোবাইলের টাওয়ার স্থাপন করতে হবে। মোবাইল টাওয়ারের রেডিয়েশন গ্রহণে ক্যানসার হতে পারে উল্লেখ করে বক্তারা বলেন, রয়েছেন একটানা দীর্ঘক্ষণ মোবাইল টাওয়ারের রেডিয়েশন গ্রহণ করলে স্কিন ক্যানসারসহ ভয়াবহ রোগের আশংকা থাকে। রেডিয়েশন গ্রহণের ফলে ঝিম ঝিম ভাব, ভয়, কাজের ব্যাঘাত ঘটে। পরিবেশের ওপর প্রভাব উল্লেখ করে বক্তারা বলেন, মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ফলে চড়ুই পাখী, ময়না, ইষ্টি কুটুম, মাছরাঙ্গা, টুনটুনি, শালিক, দোয়েল, বাবুই, কাক, ফিঙ্গে ও বুলবুলি প্রায় বিলুপ্তির পথে। পাখীদের ডিম নষ্ট হয়ে যায় বা প্রজনন হারাচ্ছে। গাছের পাতা শুকিয়ে যায়, গাছ মরে যাচ্ছে। মানববন্ধনে সিএলএনবির চেয়ারম্যান হারুনূর রশিদ সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, শ্রমিক নেতা হারুনার রশিদ ভূইয়া, বাহারানে সুলতান বাহার, উন্নয়ন কর্মী শামীম রেজা, খন্দকার লুৎফর রহমান জুয়েল প্রমুখ। একুশে সংবাদ ডটকম/আর/২৬-১০-০১৪:
Link copied!