AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ টি আচরণে চিনবেন প্রতারক প্রেমিক


Ekushey Sangbad

১১:৪০ এএম, অক্টোবর ২৭, ২০১৪
২১ টি আচরণে চিনবেন প্রতারক প্রেমিক

একুশে সংবাদ : সত্যিকার প্রেমের সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস। কারণ, মধুর সম্পর্ককে তেতো করতে একটুখানি অবিশ্বাস বা সন্দেহই যথেষ্ট। কিন্তু, প্রেমিক পুরুষটি যে ভ্রমর সেজে মধু খেয়েই উড়াল দেবে না, সে নিশ্চয়তাও আজকাল দেওয়া যায় না। তাই অন্ধবিশ্বাসের পরিবর্তে প্রেমিকের ব্যাপারে একটু চোখ-কান খোলা রাখাই ভালো। তাহলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে। কিন্তু কখন বুঝবেন আপনার সন্দেহ অমূলক নয়? আপনার রোমিওর প্রতারণার কোন উদ্দেশ্য আছে কিনা , তা নিচের ২১টি আচরণের সঙ্গে মিলিয়ে নিন। অবশ্য, চূড়ান্ত কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা সময় নিয়ে পর্যবেক্ষণ করাটাই হবে বুদ্ধিমতির কাজ। ১. সে আপনাকে প্রায়ই বলবে, এই সম্পর্কের জন্য সে আদৌ তৈরি নয়। কিন্তু তার বলার ধরণ দেখে, আপনার মনে হবে- এটা বলার জন্যই বলা। আসলে সে সিরিয়াস। ভুলটা কিন্তু আপনিই করলেন। তাকে বুঝতে পারলেন না। ২. তার ফোনে তোলা ছবি দেখতে চাইলে, ফোনটা তার হাতে রেখে দেখাতে চাইবে। কখনোই আপনার কাছে দেবে না। ৩. তার ব্যক্তিগত দুঃখ-কষ্টের কথা (বেশিরভাগই আর্থিক কষ্ট) এমনভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন- আপনার প্রেমিককে বিভিন্নভাবে ঠকানো হয়েছে। ৪.বাথরুমেও ফোন আপনি চেক করতে পারেন-এই আশঙ্কায় বাথরুমে গেলেও ফোন সাথে নিয়ে যাবে। ৫.নারী বন্ধুর সংখ্যা বেশি কি না খেয়াল করে দেখুন। আপনার রোমিওর প্রচুর বন্ধু, যাদের বেশিরভাগ নারী। তার ছেলে বন্ধুর সংখ্যা কম। ৬. আপনার সব বন্ধুকেই সে চেনে। তাদের সঙ্গে তার আলাপও আছে। কিন্তু সে কখোনই তার বন্ধুদের সঙ্গে আপনার দেখা করাবে না। যদিও আপনি তার সঙ্গে প্রচুর সময় কাটান। এমনকি ফোনে আলাপ পর্যন্ত ও করিয়ে দেবে না। তার বন্ধুরা সব সময়ই ব্যস্ত থাকে। ৭. একটা নির্দিষ্ট সময় পর তাকে ফোনে পাবেন না। ফোন প্রায় সময়ই বন্ধ থাকবে। ফোনের ব্যাটারির চার্জ না থাকা হবে তার প্রধান অজুহাত। ৮. সে শারীরিকভাবে হয়তো আপনার কাছে থাকবে, কিন্তু তার মন আপনার কাছে থাকবে না। সম্পর্ক রাখতে চাইবে, কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে পরিণতি (বিয়ে) চাইবে না। ৯. আপনার সঙ্গে দেখা না করার হাজারটা অজুহাত সে দাঁড় করাবে। তার জন্য অপেক্ষা করার কথা বললেও, কাজের চরম ব্যস্ততা দেখে এড়িয়ে যেতে চাইবে। ১০. তার কোনো ঘটনা যেটি আপনার নজরে এসেছে এবং স্বাভাবিকভাবে আপনি তা জানতে চান- এমন ক্ষেত্রে- ‘ইদানিং আমারা সবকছিতেই তোমার সন্দেহ’ টাইপ কথা বলে উল্টো আপনাকে চাপের মধ্যে রাখবে। ১১. আপনার প্রতি যৌন আগ্রহে ভাটা পড়বে; যা তার আচরণে টের পাবেন। ১২. সে কখন কোথায় যায়, আপনাকে কিছুই জানাবে না। এমনিক জরুরি ভিত্তিতে তার সঙ্গে যোগাযোগের প্রয়োজনেও সে না চাইলে তার হদিস পাবেন না। ১৩. সে প্রকাশ্যে আপনার সঙ্গে তার সম্পর্কের কথা কাউকে বলবে না। সে এখানে-ওখানে নিজেকে ‘একা’ বলেই প্রচার করবে। ১৪. আপনার পাঠানো মেসেজের প্রতিউত্তর দিতে দেরি করবে; কখনো কখনো দেবেই না। জিজ্ঞেস করলে, ‘ভুলে গেছিলাম’ অথবা ‘মেসেজ টোন সাইলেন্ট ছিলো, তাই খেয়াল করিনি এ ধরনের কথা বলবে। ১৫. কথার বরখেলাপ করবে। আপনার কোনো বন্ধুর বিয়েতে বিপুল উৎসাহ দেখিয়ে যাওয়ার পরিকল্পনা বিপুল উৎসাহ সে-ই প্রথম করবে। অথচ, বিয়ের সময় ঘনিয়ে আসলেই দেখবনে তার আগ্রহ নেই, অদ্ভূত আচরণ শুরু করেছে। ১৬. একান্তে সময় কাটানোর সময়ও, তার মনোযোগ থাকবে মোবাইল ফোনে কিংবা আশপাশের কোন দৃশ্যে। ১৭. আপনার সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা তো দূরের কথা, আগামী পরশু কি করবে তা পরিকল্পনা করতেই সে হাঁপিয়ে উঠবে। ১৮. সে বিভিন্ন বিষয়ে অহেতুক মিথ্যা বলা শুরু করবে। ১৯. ফেসবুক বা টুইটারে সে যাদের অনুসারী, তাদের বেশিরভাগ অর্ধনগ্ন কিংবা যৌন আবেদনময়ী নারী। ২০. তার ফোনের কনটাক্ট লিস্টে ‘ছদ্মনামে’ অনেক নম্বর সেভ থাকবে। ওই নাম দেখে তাদের আপনি চিনতে পারবেন না। নিশ্চিত থাকুন, ওগুলো মেয়েদেরই ফোন নম্বর। তাদের সঙ্গে আপনার প্রেমিকটির নিয়মিতই কথা হয়। ২১. তার পরিবারের কারোর সাথে আপনার পরিচয় করিয়ে দেবে না। তার বাবা-মা, ভাই-বোন সম্পর্কে জানতে চাইলে নানান ছুতোয় এড়িয়ে যাবে। একুশে সংবাদ ডটকম/আর/২৭-১০-০১৪:
Link copied!