AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার


Ekushey Sangbad

০৩:০৮ পিএম, অক্টোবর ২৭, ২০১৪
৩ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার

একুশে সংবাদ: চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩২ টাকা দরে তিন লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। আগামী ১৫ নভেম্বর শুরু হবে আমন সংগ্রহ অভিযান। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। মন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ ও সার্বিক অবস্থা বিবেচনা করে আমনের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি কেজি আমন ধানের উৎপাদন খরচ হয়েছে ১৮ টাকা এবং প্রতি কেজি চালের উৎপাদন খরচ ২৮ টাকা। জানা গেছে, গত বছর প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় ছিল ১৭ টাকা দুই পয়সা ও চালের ২৫ টাকা ৪২ পয়সা। গত মৌসুমে প্রতি কেজি ৩০ টাকা দরে সাড়ে তিন লাখ টন আমন চাল সংগ্রহ করে সরকার। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন। একুশে সংবাদ ডটকম/মামুন/২৭.১০.২০১৪
Link copied!