AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিম পাখির সফল প্রজনন


Ekushey Sangbad

০৩:৫৫ পিএম, অক্টোবর ২৭, ২০১৪
কালিম পাখির সফল প্রজনন

একুশে সংবাদ : কালিম পাখি এখন আর চোখে পড়ে না। কালের বিবর্তণে এ পাখি যেনো হারিয়ে যেতে বসেছে। বিলুপ্তপ্রায় কালিম পাখির সফল বংশ বৃদ্ধিতে সক্ষম হয়েছে মুনসুর সরকার। নওগাঁর মহাদেবপুর উপজেলার কুঞ্জবন পাখিগ্রামে বিচিত্র্য পাখি উৎপাদন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের মালিক তিনি। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় মুনসুর সরকারের অক্লান্ত পরিশ্রমে বিলুপ্তপ্রায় কালিম পাখির সফল প্রজনন করে বংশ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে ২৬ জানুযারি একটি পুরুষ কালিম পাখি সাময়িকভাবে সরবরাহ করা হয়। এরপরে তার হেফাজতে থাকা একটি স্ত্রী কলিমের সঙ্গে প্রজননের মাধ্যমে সংখ্যাবৃদ্ধির চেষ্টা করা হয়। দীর্ঘদিনের অক্লান্ত চেষ্টা ও ভালোবাসায় অবশেষে সফলতার মুখ দেখেছে কালিম উৎপাদনের প্রকল্প। ওই এক জোড়া পাখি থেকে বর্তমানে সেখানে ১০ জোড়ার বেশি কালিম পাখি আছে। সম্প্রতি মুনসুর সরকার ৭টি কালিম পাখি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেছেন। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধারে মুনসুর সরকারের এই সফলতা একটি মাইলফলক বলে জানান বনবিভাগের কর্মকর্তারা। প্রকৃতিতে একসময়ে জলচর এই পাখির প্রাচুর্য থাকলেও বর্তমানে প্রাকৃতিক পরিবেশের বিরুপতার কারনে আবাসস্থল হারিয়ে বিলুপ্ত হতে চলেছে এই বিপন্ন প্রজাতীটি। জলাশয়ে নিবিচারে পাখি নিধন ও কৃষিতে যথেচ্ছা কীটনাশকের ব্যবহারের ফলে হারিয়ে যেতে বসা এই পাখির আবারও সফল উৎপাদনের মাধ্যমে প্রকৃতিতে ফিরিয়ে দেয়ার প্রচেষ্টায় মুনসুর সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। একুশে সংবাদ ডটকম/আর/২৭-১০-০১৪:
Link copied!