AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রামীণ ব্যাংকের ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ


Ekushey Sangbad

১২:৫৭ পিএম, অক্টোবর ২৮, ২০১৪
গ্রামীণ ব্যাংকের ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ

একুশে সংবাদ : গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদ্যসের সংখ্যা এখন ৭৯ হাজার ৭০ জন। এরা মূলত ভিক্ষুক সদস্য হিসেবে পরিচিত। এ পর্যন্ত এসব সদস্যের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ১৭ কোটি ৩০ লাখ টাকা। তারা পরিশোধ করেছে ১৪ কোটি টাকা। উচ্চশিক্ষার জন্য মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ৩৪১ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে ৯৫ কোটি ৩৮ লাখ টাকা। আর ছাত্রদের মধ্যে ২৪৫ কোটি ৮৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের সেপ্টেম্বর মাসের বিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। সোমবার এ বিবরণী অর্থ বিভাগের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, শুরু থেকে এ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৭৪৬ কোটি ৫৮ লাখ টাকা। আর পরিশোধ করা হয়েছে ৯৬ হাজার ৬২ কোটি ১৮ লাখ টাকা। তবে আদায়যোগ্য হিসেবে সহজ, চুক্তি, গৃহ, শিক্ষাসহ অন্যান্য ঋণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আদায়যোগ্য ঋণ হচ্ছে সহজ ঋণ। এর পরিমাণ ৭ হাজার ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকা। তবে মোট আদায়যোগ্য ঋণ রয়েছে ৮ হাজার ৬৮৪ কোটি ৪০ লাখ টাকা। আদায়যোগ্য ঋণের হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৮ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সদস্যদের আমানত রয়েছে ৯ হাজার ৪৮৯ কোটি ৭২ লাখ টাকা। আর সদস্যবহির্ভূত আমানত আছে ৫ হাজার ৮২৮ কোটি ৭৯ লাখ টাকা। প্রতিবেদনে দেখা গেছে, গ্রামীণ ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণ ও ক্ষুদ্র ব্যবসায় সংক্রান্ত ঋণও রয়েছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ১৮৩ কোটি ৮৭ লাখ টাকা। ক্ষুদ্র ব্যবসায় ঋণের সংখ্যা ৬০ লাখ ৫৩১টি। এর বিপরীতে বিতরণকৃত ঋণের পরিমাণ ২০ হাজার ১০৭ কোটি ৩৮ লাখ টাকা। পরিশোধের পরিমাণ ১৮ হাজার ১২২ কোটি ২২ লাখ টাকা। প্রতিবেদনে দেখা যায়, এ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের পল্লী ফোনের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৭টি। আর গৃহ ঋণে নির্মিত গৃহের সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ৬৬৯টি। গ্রামীণ ব্যাংকের জীবন বীমা তহবিল রয়েছে। এর মধ্যে মৃত ঋণের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৯৯৭টি। আর জীবন বীমার তহবিল থেকে পরিশোধের পরিমাণ ২৮ কোটি ১৫ লাখ টাকা। প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা ৮৬ লাখ ২৬ হাজার ২৪ জন। এর মধ্যে মহিলা ৮৩ লাখ ৪ হাজার ৮৩৩ জন। আর পুরুষ রয়েছে ৩ লাখ ২১ হাজার ১৯১ জন। গ্রামীণ ব্যাংক কম্পিউটারের মাধ্যমে হিসাব ও মনিটরিং পরিচালনা করে। এ ধরনের পরিচালিত শাখার সংখ্যা হচ্ছে ২ হাজার ৫৬৮টি। একুশে সংবাদ ডটকম/আর/২৮-১০-০১৪:
Link copied!