AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই প্রথম আসছে জানালা বিহীন উড়োজাহাজ!


Ekushey Sangbad

১০:১৭ এএম, অক্টোবর ২৯, ২০১৪
এই প্রথম আসছে জানালা বিহীন উড়োজাহাজ!

একুশে সংবাদ : বিশ্বের প্রথমবার এমন উড়োজাহাজ উড়তে চলেছে। ভাবছেন, এ আর এমন কী খবর? রোজই তো কত শত বিমানই ওড়ে কোনও না কোনও বিমানবন্দর থেকে। আসলে এই প্রথম এমন একটি বিমান আকাশে উড়তে চলেছে যার কোনও জানালা নেই। ভুল বললাল খানিকটা। আদতে জানালা জায়গায় রয়েছে বিশাল বিশাল স্ক্রিন। সহজ ভাষায় বুঝিয়ে বলতে গেলে, এই বিমানের জানালাগুলির জায়গায় আপনার চোখে পড়বে স্ক্রিনে ভেসে ওঠা প্রকৃতিক দৃশ্যের ছবি। যাত্রীদের মনে হবে বিমানের জানালা দিয়ে বাইরের নীল আকাশ, মেঘ দেখা যাচ্ছে। আদতে কিন্তু তা মোটেও নয়। জানালার পরিবর্তে বিমানের পর্দায় ফুটে উঠছে প্রি-লোডেড ভিডিও ও ছবি। বিমানটি কোন জায়গার উপর দিয়ে উড়ছে সেই তথ্যও ফুটে উঠবে ওই স্ক্রিনেই। চাইলে যাত্রীরা আঙুল ঠেকিয়ে সার্ফ করতে ইন্টারনেটও। বলতে গেলে গোটা বিমানের ভিতর দিকের দেওয়ালটা একটা বিশাল বড় এলসিডি স্ক্রিন হতে চলেছে। ব্রিটেনের এক বিমানসংস্থা পরীক্ষামূলকভাবে এই বিমান ওড়াতে চলেছে আকাশে। সেন্টার ফর প্রসেস ইননোভেশন বা সিপিআইয়ের বৈজ্ঞানিকরা একে বলছেন, ‘দ্য ইউন্ডোলেস কেবিন উইথ এ ভিউ’। সিপিআইয়ের দাবি, ভবিষ্যতের বিমান এমনই হবে। একঘেয়ে জানালার পরিবর্তে জায়গা করে নেবে স্বচ্ছ-শক্ত আধুনিক ডিসপ্লে টেকনোলজি। বিমানের বাইরে লাগানো ক্যামেরায় তোলা ছবি বিমানের ভিতরে বসে ওই ডিসপ্লে স্ক্রিনে দেখাও যাবে। ফলে যাত্রীরা বিমানে বসেই বাইরের প্রকৃতির ‘প্যানোরমা ভিউ’ পাবেন। নয়া এই প্রযুক্তির নাম ‘অর্গানিক লাইট এমিটিং ডায়োড।’ এই পর্দা লাগানোর ফলে বিমানের মোট ওজনও কমবে। ফলে পুড়বে কম জ্বালানি। খরচও কমবে আবার দূষণেও পড়ানো যাবে লাগাম। একুশে সংবাদ ডটকম/আর/২৯-১০-০১৪:
Link copied!