AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এখনও কৃষি ঋণের ব্যবহার যথাযথভাবে হচ্ছে না : এনবিআর চেয়ারম্যান


Ekushey Sangbad

১১:২৭ এএম, অক্টোবর ২৯, ২০১৪
এখনও কৃষি ঋণের ব্যবহার যথাযথভাবে হচ্ছে না : এনবিআর চেয়ারম্যান

একুশে সংবাদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন বলেছেন, কৃষিক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেছে, কিন্তু এখনও কৃষি ঋণের ব্যবহার যথাযথভাবে হচ্ছে না। সঠিক জায়গায় সঠিক ঋণ যাচ্ছে না। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এক্সপেন্ডিং দ্য হরিজন অব অপরচুনিটিস : প্রমোটিং ইনোভেটিভ এন্টারপ্রাইজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি আয়োজন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফের পরিচালনা পর্ষদের সদস্য ড. এমএ কাশেম। প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম হোসেন বলেন, দেশে কৃষি অনেক এগিয়ে যাচ্ছে। এ বছর ৫০ হাজার টন চাল রফতানিও হবে। তবে কৃষি ঋণগুলো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ প্রয়োজন। সঠিক জায়গায় সঠিক ঋণ যাওয়া প্রয়োজন। তিনি বলেন, প্রচুর কৃষি উপকরণ ও পণ্য তৈরি শুরু হয়েছে। দেশে হারবালের প্রচুর সম্ভাবনা রয়েছে। যন্ত্রপাতি উদ্ভাবনেরও সুযোগ রয়েছে। তবে এসব সম্ভাবনা বিকাশে বাধা রয়েছে। একটি সমন্বিত উদ্যোগ নিলে এসব সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া দরকার। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, গ্রামীণ উদ্ভাবনী উদ্যোগকে কেন্দ্রীয়ভাবে বাণিজ্যিক মডেলে রূপান্তর করে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে গবেষণা প্রয়োজন। উদ্যোগগুলো কেন্দ্রীয়ভাবে বাণিজ্যিক মডেলে রূপান্তর করে ছড়িয়ে দেয়া যায়। এজন্য পর্যাপ্ত তহবিল দরকার। স্বশিক্ষিত উদ্যোক্তা ও বিজ্ঞানীদের অনেক গবেষণা দেশের কল্যাণে লাগানো যায়। এনবিআর চেয়াম্যান বলেন, ধোলাইখালে একটি কমন ফেসিলিটিজ সেন্টার করা যাবে। অন্যথায় পাকিস্তান আমলের ধোলাইখাল এ নামেই পড়ে রবে। যেন-তেন একটি পণ্য বানিয়ে প্রতিযোগিতা করা যাবে না। ধোলাইখালে অনেক বিষয়ে নকল হচ্ছে। নকল করতে গিয়ে আরেকটি নতুন কিছু বের হয়ে যাচ্ছে। ছোট ছোট এসব উদ্যোক্তা নিয়ে একটি কমন প্লাটফর্ম করা দরকার। গার্মেন্ট শিল্প প্রসঙ্গে তিনি বলেন, ৭০ থেকে ৮০ ভাগ গার্মেন্ট কারখানা রানা প্লাজা ঘটনার পর মানসম্পন্ন হয়েছে। সভাপতির বক্তব্যে পিকেএসএফের পরিচালনা পর্ষদের সদস্য ড. এমএ কাশেম বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্ভাবন দেশের কল্যাণে কাজে লাগছে। নতুন নতুন সম্ভাবনার আরও বিস্তৃতি ঘটাতে হবে। সহযোগী সংগঠনগুলো এসব নতুন প্রজেক্ট বের করে স্থানীয় উন্নয়ন সম্ভাবনা পিকেএসএফের কাছে নিয়ে এলে সব ধরনের সহযোগিতা করা হবে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন দুইজন ক্ষুদ্র উদ্যোক্তা। এরা হলেন নারায়ণগঞ্জ বিজ্ঞান জাদুঘরের প্রতিষ্ঠাতা আজাদুর রহমান এবং কুষ্টিয়া থেকে জৈব পদ্ধতিতে উন্নত জাতের সবজি উৎপাদক বাবলু কোম্পানি। জনবিজ্ঞান ফাউন্ডেশনের সমন্বয়কারী আইয়ুব হোসেন এবং হ্যাবিটেট অ্যান্ড ইকোনমিক লিফটিং প্রোগ্রামের (হেলপ) নির্বাহী পরিচালক মীর আল মামুন সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। পিকেএসএফ সূত্রে জানা গেছে, পিকেএসএফ প্রতিষ্ঠার ২৫তম বছরে তিনটি পর্বে ‘বর্ষব্যাপী রজতজয়ন্তী’ উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মে মাসে এ রজতজয়ন্তী উদযাপনের উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্বে রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬ অক্টোবর থেকে সাত দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৪’ অনুষ্ঠিত হচ্ছে। এ মেলা চলবে ১ নভেম্বর পর্যন্ত। একুশে সংবাদ ডটকম/আর/২৯-১০-০১৪:
Link copied!