AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি


Ekushey Sangbad

১১:১৮ এএম, অক্টোবর ২৯, ২০১৪
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

একুশে সংবাদ : মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শেষ। এখন বাকি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আগামী ০৮ নভেম্বর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বাকৃবি প্রতিনিধি মো. আব্দুর রহমান। দেশে আছে পাঁচটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিবিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. সহিদুজ্জামান বলেন, ‘মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিছুটা একই রকম। ফলে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়’। পরীক্ষার ধরন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ২৫, রসায়নে ২৫, গণিতে ২৫ ও জীববিজ্ঞানে ২৫ নম্বর মিলে এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও এই চারটি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গণিতে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ২০, রসায়নে ২০, গণিতে ২০, জীববিজ্ঞানে ৩০ ও ইংরেজিতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়। পরীক্ষায় টেকার টেকনিক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম মিত্রশ্রী দেব বলেন, সবচেয়ে ভালো টেকনিক হলো প্রস্তুতি শুরুর আগে বিগত বছরের প্রশ্নগুলো ভাল করে দেখে নেওয়া। বিগত বছরের প্রশ্ন সমাধান করলে বেশ কাজে দেবে। এখান থেকে প্রতিবছর ৩০-৪০ শতাংশ প্রশ্ন কমন থাকে। সেই সঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান করলেও কাজে দেবে। ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে, এ বিষয়টিও মাথায় রাখতে হবে । অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কৃষি পড়ার সুযোগ: দেশের পাঁচটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বেসরকারি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে কৃষি বিভাগে পড়ার সুযোগ রয়েছে। ভর্তিসংক্রান্ত তথ্য: ভর্তিসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে নিচের ওয়েব ঠিকানায়- www.bau.edu.bd, www.sau.edu.bd, www.bsmrau.edu.bd, www.sylhetagrivarsity.edu.bd, www.cvasu.ac.bd একুশে সংবাদ ডটকম/আর/২৯-১০-০১৪:
Link copied!