AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাত্র ৯৮ দিনেই কৃষকের ঘরে ধান !


Ekushey Sangbad

০১:৩১ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
মাত্র ৯৮ দিনেই কৃষকের ঘরে ধান !

একুশে সংবাদ : রোপার মাত্র ৯৮ দিনের মাথায় কৃষক তার ক্ষেতের সোনালী ধান কেটে ঘরে তুলতে পারছেন। অন্য জাতের ধানের চেয়ে ১০/১৫ দিন আগেই জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ইতোমধ্যে কাটা শুরু করেছেন বগুড়ার কৃষকরা। এতে তাদের মাঝে ধানের নতুন এ জাতটির ব্যাপারে ব্যাপক সাড়া পড়েছে। শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজপুর গ্রাম ঘুরে দেখা গেছে, চাষীরা অন্যান্য জাতের ধানের চেয়ে প্রায় ১০/১৫ দিন আগেই তাদের রোপা ধান কাটতে পারছেন। এই ধান কাটার মধ্য দিয়ে শেরপুর উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটছে। ফলে আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে এ জাতের ধান রোপণ করতে আগ্রহী অনেক কৃষক। কৃষি কর্মকর্তারা জানান, ফলন ভালো হওয়ায় শুরুতেই উপজেলার কৃষকদের মাঝে এ ধান ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্প জীবনকাল, ভালো ফলন, সরু দানা, পোকা-মাকড়ের আক্রমণ কম ও মানুষের পুষ্টি চাহিদা মেটাতে ভূমিকা রাখবে এ ধান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি-৬২ জাতটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি রোপা মওসুমে প্রথমবারের মতো কৃষক পর্যায়ে চাষ করে। সোমবার দুপুরে শেরপুর উপজেলার মির্জাপুর ব্লকের রাজাপুর গ্রামের চাষী সামছুর রহমান জমিতে ব্রি-৬২ নমুনা শস্য কর্তন করা হয়। বিঘাপ্রতি ফলন পাওয়া যায় ২১ মণ। তিনি জানান, বীজ থেকে ধান পর্যন্ত এ ধানের জীবনকাল মাত্র ৯৮ দিন। জিংক সমৃদ্ধ এ জাতের ধান চাষের মধ্যদিয়ে কৃষক পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে। চাষী শামছুর রহমান বলেন, এ জাতটি প্রবর্তনের মাধ্যমে তারা সহজেই বছরে চারটি ফসলের চাষ করতে পারবেন। তিনি আরও জানান, এলাকার অনেক চাষী তার কাছ থেকে এ ধানের বীজ কেনার আগ্রহ প্রকাশ করেছে। শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম জানান, এ বছর পরীক্ষামূলকভাবে বিভিন্ন ইউনিয়নের ৫০ জন চাষীর মাধ্যমে ১৫ হেক্টর জমিতে ব্রি-৬২ জাতের আবাদ হয়েছে। এছাড়া চলতি মওসুমে ব্রি-৪৯, ব্রি-৫১, ব্রি-৫২, ব্রি-৬২ সহ বিভিন্ন জাতের ২১ হাজার ৫’শ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২৯-১০-০১৪:
Link copied!