AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোসেনপুরে নরসুন্দা নদের পাড় কেটে মাটি বাণিজ্য


Ekushey Sangbad

০২:০৬ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
হোসেনপুরে নরসুন্দা নদের পাড় কেটে মাটি বাণিজ্য

একুশে সংবাদ : জেলার হোসেনপুরে সদ্য খননকৃত নরসুন্দার নদের দু’পাড়ের মাটি কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দু’পাড়ের কয়েক মাইল এলাকার মাটি ট্রাকে প্রকাশ্যে বিক্রি করে অসাধু চক্রটি লাভবান হলেও মাটি লোপাট বন্ধে কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগ না থাকায় এ অপকর্ম বেড়েই চলেছে। তাই এলাকার সুধী মহল এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে গত বছর নরসুন্দা নদ খনন প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে হোসেনপুর অংশের ১৪ কিলোমিটার নদ খননের কাজ সম্পন্ন করেন মেসার্স আজাদ কন্সট্রাকশন। কিন্তু নদ খননের পরপরই একটি অসাধু চক্র নদের দু’পাড়ের মাটি বিক্রি করে লাখ লাখ টাকা বাণিজ্য করে চলছে। সরেজমিনে তথ্য সংগ্রহের সময় উপজেলার রামপুর বাজার সংলগ্ন নরসুন্দা নদের পাড়ে গিয়ে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী চক্রের মূলহোতা আজহার মিয়া গংরা উপস্থিত থেকে অবৈধভাবে নদের দু’পাড় কেটে প্রতি ট্রাক ৩শ থেকে ৪শ টাকায় বিক্রি করছেন। এ সময় তাদের মাটি বিক্রির অনুমতির বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীলসহ অন্যদের দেখে নেয়ার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানালে তারাও সরেজমিনে পরিদর্শন করে মাটি বিক্রির নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু প্রশাসনের লোকজন চলে আসার পর ফের দেদারছে মাটি বিক্রি শুরু করেন তারা। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের যোগসাজসে নদের পাড় কেটে প্রতিদিই শত শত ট্রাক মাটি বোঝাই করে তারা অন্যত্র বিক্রি করলেও যেন দেখার কেউ নেই। স্থানীয় লোকজন জানান, অতিদ্রুত অবৈধভাবে নরসুন্দা পাড়ের মাটি কাটা বন্ধ করা না হলে বর্তমান সরকারের নরসুন্দা বাঁচানোর উদ্যোগ সম্পূর্ণ ভেস্তে যাওয়ার পাশাপাশি নদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ জানান, ওই অসাধু আজাহার চক্রের লোকজনকে বারবার নিষেধ দেওয়া সত্ত্বেও তারা মাটি বিক্রি বন্ধ করছে না। অ্যাসিল্যান্ডের দায়িত্বে থাকা হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম জানান, নরসুন্দা নদের পাড় কাটা বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অতি দ্রুতই কার্যকরী উদ্যোগ গ্রহণসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি। একুশে সংবাদ ডটকম/আর/২৯-১০-০১৪:
Link copied!