AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডে পতাকা পরিবর্তনে গণভোটের ঘোষণা


Ekushey Sangbad

০৪:০৮ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
নিউজিল্যান্ডে পতাকা পরিবর্তনে গণভোটের ঘোষণা

একুশে সংবাদ ডেস্ক: নিউজিল্যান্ডের পতাকা পরিবর্তনের জন্য ২০১৬ সালে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। রধানমন্ত্রী জন কি'র বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এক বিবৃতিতে কিউই প্রধানমন্ত্রী জন কি বলেন, ‘আমাদের পতাকায় জাতীয় পরিচয় থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের আধুনিক ও স্বাধীন জাতির বৈশিষ্ট্য তুলে ধরার জন্য পতাকার ডিজাইন পরিবর্তনে নিউজিল্যান্ডবাসীদের জন্য এটাই উপযুক্ত সময়।’ এর আগে কি বলেছিলেন, তার কাছে কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে রূপালি ফার্নগাছ জাতীয় পতাকার জন্য উপযুক্ত মনে হয়। এ ধরনের জার্সি ও ব্যানার নিউজিল্যান্ডের রাগবি, ক্রিকেটসহ বিভিন্ন খেলুড়ে দল ব্যবহার করে থাকে। কি জানান, পতাকা পরিবর্তনে অনুষ্ঠিতব্য গণভোটে উভয় ফলাফলেরই সমান সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডের পতাকা পরিবর্তন নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি জরিপ চালায় টিভিএনজেড। জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ২৮ শতাংশ লোক এর পক্ষে রয়েছেন। বাকি ৭২ শতাংশ চাইছেন পতাকা যেন পরিবর্তিত না হয়।   অন্যদিকে গত মার্চে নিউজিল্যান্ড হেরাল্ডের করা আরেক জরিপে দেখা গেছে, ৫২ দশমিক ৬ শতাংশ লোক পতাকা পরিবর্তনের বিরুদ্ধে মত দিয়েছেন। আর পরিবর্তনের পক্ষে রয়েছেন ৪০ দশমিক ৬ শতাংশ। বাকিরা এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাননি। প্রসঙ্গত, দেশটিতে বর্তমানে প্রচলিত জাতীয় পতাকাটি ১৮৬৯ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। একুশে সংবাদ ডটকম/মামুন/২৯.১০.২০১৪
Link copied!