AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজামীর ফাঁসি : সহিংস জামায়াত


Ekushey Sangbad

০৫:২০ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
নিজামীর ফাঁসি : সহিংস জামায়াত

একুশে সংবাদ : একাওরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও পুলিশের ওপর হামলা চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।   আজ বুধবার বেলা পৌনে ২ টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনায় ১০-১২টি মোটরসাইকেল ও অটোরিকশা এ সময় ভাংচুরের শিকার হয়। সংঘর্ষে আহত হন অন্তত পাঁচ জন।   পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল থেকে বন্দরবাজারে পুলিশকে দিকে ঢিল ছোড়া হয়। কম সংখ্যক পুলিশ থাকায় কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পিছু হটে যায় পুলিশ সদস্যরা।   অন্যদিকে একই সময় নগরীর কোর্ট পয়েন্টে আনন্দ মিছিল বের করার জন্য জমায়েত হচ্ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারাও এশে পুলিশের সাথে যোগ দেয়। তবে শিবিরের ধাওয়া খেয়ে কোট পয়েন্ট এলাকা ত্যাগ করে আ’লীগ কর্মীরা। সেখানে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরো এলাকায় তখন আতংক ছড়িয়ে পড়ে।   শিবিরকর্মীরা মধুবন সুপার মার্কেটের সামনে ছাত্রলীগকর্মীদের ২০/২৫টি মোটরাসাইকেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। তবে ব্যবসায়ীদের অনুরোধে অগ্নিসংযোগ করেনি। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।   এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে জামায়াত শিবিরকমীরা পালিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেন ওসি।   একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/এফরান/২৯.১০.০১৪:
Link copied!