AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যের বাজারে বিক্রি হবে ‘হালাল’ হুইস্কি


Ekushey Sangbad

০৫:২০ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
মধ্যপ্রাচ্যের বাজারে বিক্রি হবে ‘হালাল’ হুইস্কি

একুশে সংবাদ ডেস্ক: যারা মদ খেয়ে গাড়ি চালান কিংবা যাদের মদ খাওয়ার ইচ্ছে আছে কিন্তু অ্যালকোহলের কারণে খেতে পারেন না, তাদের কথা চিন্তা করে স্কটিশ স্কটিশ স্পিরিটস লিমিটেড তৈরী করেছে অ্যালকোহলমুক্ত হুইস্কি। সূত্র ডেইলি মেইল। অ্যালকোহলমুক্ত হুইস্কি তৈরি করে বাকি মদ প্রস্তুতকারক কোম্পনিগুলোকে তাক লাগিয়ে দিয়েছে স্কটল্যান্ডের ঐ প্রতিষ্ঠান। শুধু তা-ই নয়, খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের বাজারে দেখা মিলবে ‘আরকে’ নামের এই হুইস্কি। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো, আরকে হুইস্কি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বাজারে চলার জন্য ‘হালাল’ সার্টিফিকেট অর্জন করেছে। এই সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোতে অনায়াসেই এখন এই হুইস্কি বিক্রি করা সম্ভব হবে। যদিও স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র জানিয়েছেন, অ্যালকোহল ছাড়া হুইস্কি প্রস্তুত করা সম্ভব নয়। কোম্পানিটি ব্যবসা করার জন্য হুইস্কির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। মূলত হুইস্কি তৈরিতে ব্যবহার করা হয় পানি এবং বার্লি। এর মিশ্রনকে উত্তরের ঠাণ্ডা জলবায়ু এবং গ্রীষ্মের বৃষ্টির আর্দ্র আবহাওয়ায় রাখলে ভালো হুইস্কি পাওয়া সম্ভব। স্কটিশ স্পিরিটস লিমিটেড কোম্পানিটির মদ তৈরির কারখানা পানামায়। পানি এবং বিভিন্ন ধরনের রাসায়নিকের মিশ্রনে তৈরি হচ্ছে বিভিন্ন স্বাদের আরকে হুইস্কি। প্রতি বোতল আরকে হুইস্কির দাম রাখা হয়েছে দশ পাউন্ড এবং ক্যানের দাম ধরা হয়েছে ৫ পাউন্ড। একুশে সংবাদ ডটকম/মামুন/২৯.১০.২০১৪
Link copied!