AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে অর্ধেকের বেশি লাইসেন্সহীন সিএনজি ফিলিং স্টেশন


Ekushey Sangbad

০৭:৪৫ পিএম, অক্টোবর ২৯, ২০১৪
দেশে অর্ধেকের বেশি লাইসেন্সহীন সিএনজি ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিবেধক: দেশে অর্ধেকের বেশি সিএনজি ফিলিং স্টেশন এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স বিহীন পরিচালিত হচ্ছে।   জাতীয় সংসদ ভবনে বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তার ৭ম বৈঠকে এ তথ্য জানিয়েছে। জানা গেছে. দেশে বর্তমানে মোট ৫৫৭টি ফিলিং স্টেশন রয়েছে। যার মধ্যে লাইসেন্স আছে কেবল ২৬৪টির। বাকীগুলো সব অবৈধ। বৈঠকে লাইসেন্সহীন এ স্টেশনগুলোর জন্য গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত ফি নির্ধার‌ণ করে তাদের লাইসেন্সের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিইআরসিকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।   বৈঠক সূত্রে জানা যায়, ২০০৬-২০০৭ সালে বিদ্যুৎক্ষেত্রে সিস্টেম লস ছিল ১৬ দশমিক ২৬ শতাংশ। যা বিইআরসির নিয়ন্ত্রিত পদক্ষেপ এবং বিদ্যুৎ সংস্থাগুলোর আন্তরিক প্রচেষ্টায় ২০১৩-২০১৪ সালে ১১ দশমিক ৯৯ শতাংশে নেমে এসেছে।   কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম আবদুল লতিফ, মো. শিবলী সাদিক, এবিএম রুহুল আমিন হাওলাদার ও বেগম নাসিমা ফেরদৌসী।   বৈঠকে জ্বালানি সাশ্রয় ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ঢাকাসহ সারাদেশে পর্যায়ক্রমে এলইডি লাইট ব্যবহার চালু করার জন্য বিজ্ঞাপন প্রচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। একুশে সংবাদ ডটকম/মামুন/২৯.১০.২০১৪
Link copied!