AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকার বিএনপির দাবি মেনে নিয়েছে : ফখরুল


Ekushey Sangbad

০৪:১৯ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
সরকার বিএনপির দাবি মেনে নিয়েছে : ফখরুল

একুশে সংবাদ : সময়মত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যে প্রকারন্তরে বিএনপি'র দাবিই মেনে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।   এসময় তিনি প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন। এছাড়া ৭ নভেম্বর উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।   বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সময়মতো একটি নির্বাচন হবে। এর অর্থ তিনি আমাদের দাবি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে শুরু করেছেন। মানুষ একটি প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়।’   এই সরকার দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে বলে বিএনপির নেতা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন।   সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিবিদদের ভাষা আমরা বুঝি। তিনি (প্রধানমন্ত্রী) কী বোঝাতে চেয়েছেন, সেটাও আমরা বুঝতে পেরেছি।’ তিনি বলেন, নির্বাচন ও আন্দোলন দুটোরই প্রস্তুতি বিএনপির আছে।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর সম্পূর্ণ ব্যর্থ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তাঁর দাবি, সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেও কোনো সফলতার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। নারী গৃহকর্মী নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তা নতুন নয়। অনেক আগে থেকেই ছিল। একুশে সংবাদ ডটকম/এফরান/৩১.১০.০১৪:
Link copied!