AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯০ বছরের রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় ইউনিস খান


Ekushey Sangbad

০৪:২৯ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
৯০ বছরের রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় ইউনিস খান

একুশে স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করলেন পাকিস্তানি তারকা ব্যাটসম্যান ইউনিস খান।   ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুবাস পাওয়া দলটি আবুধাবি টেস্টের প্রথম দিনে তুলেছে ৩০৪ রান। সিরিজে টানা তৃতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ইউনিস খান। অবিচ্ছিন্ন ২০৮ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী আজহার আলীও পেয়েছেন তিন অঙ্কের রান।   ১০১ রানে অপরাজিত আজহার উইকেটে এসেছিলেন দলীয় ৫৭ রানে আহমেদ শেহজাদের বিদায়ের পর ১৯তম ওভারে। ইউনিস ক্রিজে এসেছেন আরও ১৬ ওভার পর। তবে ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরিটা তিনি পেয়ে গেছেন আজহারের সেঞ্চুরির ৯ ওভারে আগেই।   গত মাসে সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর রাগে-ক্ষোভে টেস্টেও তাঁকে বিবেচনা না করার জন্য অনুরোধ করেছিলেন ইউনিস। ভাগ্যিস, নির্বাচকেরা কান দেননি তাঁর কথায়। অভিমান ভুলে দলে ফেরা সেই ইউনিসই এখন একের পর এক যন্ত্রণাদায়ক ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়াকে।   যে দলটির বিপক্ষে টেস্টে কোনো সেঞ্চুরি ছিল না, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিন ইনিংসে তিন সেঞ্চুরি! দুবাইয়ে জোড়া সেঞ্চুরি করে ৪০ বছর আগের গ্লেন টার্নারকে মনে করিয়ে দেওয়া ইউনিস এবার মনে করিয়ে দিলেন হার্বার্ট সাটক্লিফকে। প্রায় ৯০ বছর আগে এই ইংলিশ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।   বোলার গ্লেন ম্যাক্সওয়েলের মাথার ওপর দিয়ে চার মেরে সেঞ্চুরি ছুঁয়েছেন ইউনিস। পঞ্চাশ পেরোনোর পরই বেশি আগ্রাসী হয়ে ওঠে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাট। ৭৪ বলে ফিফটি, পরের ৫০ এসেছে ৫৪ বলে। এর মধ্যে একবার দৌড়েই ৪ রান নিয়েছেন ইউনিস।   সঙ্গী আজহারের ব্যাট সেই তুলনায় ছিল চুপচাপ, ষষ্ঠ সেঞ্চুরিটা ছুঁতে ২২৩ বল খেলেছেন আজহার। তাঁর সেঞ্চুরি ছোঁয়ার এক বল পরেই পর্দা পড়ে দিনের খেলার।   একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.১০.২০১৪
Link copied!