AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুচির সঙ্গে মায়ানমারের প্রেসিডেন্টের নজিরবিহীন আলোচনা


Ekushey Sangbad

০৫:২১ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
সুচির সঙ্গে মায়ানমারের প্রেসিডেন্টের নজিরবিহীন আলোচনা

একুশে সংবাদ ডেস্ক: মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন শুক্রবার রাজধানী নেপিদোতে সেনা প্রধান এবং অং সান সুচিসহ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নজিরবিহীন আলোচনা শুরু করেছেন।   আগামী বছরের গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে তিনি এ আলোচনা করলেন।   আলোচনা শুরু করতে তারা একসঙ্গে হেঁটে বৈঠকে যান। মায়ানমারে তাদের এ ধরনের এটিই প্রথম বৈঠক। একে মায়ানমারের কয়েক দশকের সামরিক শাসন থেকে বেরিয়ে আসার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।   মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মায়ানমারের আসন্ন নির্বাচন নিয়ে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধী দলীয় নেত্রী সুচির সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউস এমন কথা জানানোর একদিন পর এ আলোচনা শুরু হলো। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ওবামা থেইন সেইনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ‘নিরপেক্ষ ও গ্রহনযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানিয়েছেন।   গত সপ্তাহে মায়ানমারের নির্বাচন কর্তৃপক্ষ দেশটির যুগান্তকারী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।   হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, মায়ানমারে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ওয়াশিংটন কিভাবে সাহায্য করতে পারে ওবামা সুচির সঙ্গে সে ব্যাপারে কথা বলেন।   একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.১০.২০১৪
Link copied!