AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুচির সঙ্গে মায়ানমারের প্রেসিডেন্টের নজিরবিহীন আলোচনা


Ekushey Sangbad

০৫:২১ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
সুচির সঙ্গে মায়ানমারের প্রেসিডেন্টের নজিরবিহীন আলোচনা

একুশে সংবাদ ডেস্ক: মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন শুক্রবার রাজধানী নেপিদোতে সেনা প্রধান এবং অং সান সুচিসহ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নজিরবিহীন আলোচনা শুরু করেছেন।   আগামী বছরের গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে তিনি এ আলোচনা করলেন।   আলোচনা শুরু করতে তারা একসঙ্গে হেঁটে বৈঠকে যান। মায়ানমারে তাদের এ ধরনের এটিই প্রথম বৈঠক। একে মায়ানমারের কয়েক দশকের সামরিক শাসন থেকে বেরিয়ে আসার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।   মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মায়ানমারের আসন্ন নির্বাচন নিয়ে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধী দলীয় নেত্রী সুচির সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউস এমন কথা জানানোর একদিন পর এ আলোচনা শুরু হলো। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ওবামা থেইন সেইনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ‘নিরপেক্ষ ও গ্রহনযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানিয়েছেন।   গত সপ্তাহে মায়ানমারের নির্বাচন কর্তৃপক্ষ দেশটির যুগান্তকারী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।   হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, মায়ানমারে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ওয়াশিংটন কিভাবে সাহায্য করতে পারে ওবামা সুচির সঙ্গে সে ব্যাপারে কথা বলেন।   একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.১০.২০১৪
Link copied!