AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরতালের প্রভাবে বেরেছে কাঁচাবাজারের দাম


Ekushey Sangbad

০৬:০৩ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
হরতালের প্রভাবে বেরেছে কাঁচাবাজারের দাম

একুশে সংবাদ : রাজধানীতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। আর এ দাম বাড়ার পেছনে হরতালকে দায়ী করছেন বিক্রেতারা। তবে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমছে। এছাড়া অন্যান্য মুদি পণ্যের দামের তেমন কোনো পরিবর্তন নেই। গত সপ্তাহের থেকে শসা, বেগুন,টমেটো,গাজর,পটল, কাঁচামরিচ, ঝিঙ্গা, চিচিঙ্গা, সিমসহ সবধরনের সবজির দাম বেড়েছে। গড়পড়তা এসব সবজির দাম ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। কমলাপুর কলোনি বাজারের সবজি বিক্রেতা মকলেছুর বলেন, হরতালের কারণে রাজধানীতে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ ছিল সীমিত। এতে রাজধানীর বাজারে সবজির দাম একটু চড়া। শুক্রবার রাজধানীর শান্তিনগর, কমলাপুর কলোনি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে প্রতিকেজি কাঁচামরিচ ১০০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, টমেটো ১০০-১১০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুলা ৩০-৩৫ টাকা, শসা ৪০-৫০ টাকা,ফুলকপি ৩০-৩৫ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, আলু ২৫ টাকা, ধুন্দল ৫০ টাকা ও সিম ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা লাউ প্রতিটি আকার ভেদে ৪০-৫০ টাকা, সবুজ শাক আটি ১০ টাকা, লাউ শাক ২০-২৫ টাকা, লাল শাক ১০ টাকা, মুলা শাক ৫ টাকা, পুঁইশাক ১৫-২০ টাকা, কলমি শাক ৫ টাকা ও ধনে পাতা (১০০ গ্রাম) ৩০ টাকা, প্রতি হালি লেবু ২০-২৫ টাকা ও কাঁচাকলা হালি ২০-২৫ টাকায় বিক্রি করছেন। এদিকে বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ, আদা, রসুনের দাম কিছুটা কমেছে। ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৩৩-৩৮ টাকা থেকে কমে ৩২-৩৫ এবং দেশি পেঁয়াজ ৪০-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আদা, রসুন ও পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।দেশি রসুন ৭০-৮০ টাকা, বিদেশি রসুন ৮০ টাকা, দেশি আদা ১৫০-১৬০ টাকা এবং চায়না আদা ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি খোলা চিনি ৪৬-৪৭ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা, আটা ৩২ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১০৫-১১০ টাকা ও পামলিন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির লাল ডিম ৩০ টাকা, হাঁসের ডিম ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে। এদিকে মাংসের বাজারে ব্রয়লার মুরগির কেজিতে ৫ টাকা বেড়ে ১৪০-১৪৫ টাকা, লেয়ার মুরগি ১৫০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা, গরুর মাংস ৩০০ টাকা এবং খাসির মাংস ৪৮০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি রুই ২৫০-৩৮০ টাকা, পাবদা ৬০০-৭০০ টাকা, মলা ৪৫০-৫০০ টাকা, চায়না পুটি ২০০-২৫০ টাকা, সিলভার কার্প ১৫০-১৮০ টাকা, পাঙ্গাস ১২০-১৮০ টাকা, রুপচাদা ১০০০-১১০০ টাকা, বেলে ৪৫০-৬৫০ টাকা, বাইন ৬০০-৭০০ টাকা, ছোট ফলি ৩০০-৪০০, তেলাপিয়া ১৪০-২০০, চাষের কৈ ২২০-৩০০ টাকা, ছোট চিংড়ি ৪৫০-৫৫০ টাকা, বড় চিংড়ি ৬০০-৯০০ টাকা, টেংরা ৫৫০-৭০০ টাকা, শিং মাছ ৫৫০-৭০০ টাকা, কাতল ২৬০-৪০০ টাকা, দেশি মাগুর ৬০০-৮০০ টাকা ও আকারভেদে ইলিশ প্রতিজোড়া ১০০০-১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে আরও দেখা গেছে, মোটা চাল ৩৭-৩৮ টাকা, পারিজা চাল ৩৯-৪১ টাকা, বিআর-আটাশ ৪২-৪৪ টাকা, বিআর-ঊনত্রিশ ৪১-৪৩ টাকা, নাজিরশাইল ৪৪-৪৫ টাকা এবং মিনিকেট চাল ৪৮-৫২ টাকায় বিক্রি হচ্ছে। একুশে সংবাদ ডটকম/আর/৩১-১০-০১৪:
Link copied!