AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেক্সিকোয় তিন মার্কিন সহোদরের লাশ উদ্ধার


Ekushey Sangbad

০৬:১৫ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
মেক্সিকোয় তিন মার্কিন সহোদরের লাশ উদ্ধার

একুশে সংবাদ ডেস্ক: মেক্সিকোর গোলযোগপূর্ণ তামাউলিপাস রাজ্যে তিন মার্কিন সহোদরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় আগে সশস্ত্র আক্রমণকারীরা তাদের অপহরণ করে বলে ধারণা করা হচ্ছে।   বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এই তিন সহোদরের বয়স ২০ এর কোঠায়। এদের দুজন পুরুষ ও একজন নারী। তারা পরস্পর ভাইবোন।   স্টেট প্রসিকিউটার ঈসমাইল কুইনতানিল্লা স্থানীয় বেতারকে জানিয়েছেন, মৃতদেহগুলোতে পচন ধরে গেছে। তবে তাদের বাবা মৃতদেহগুলো সনাক্ত করেছেন।   তিনি বলেন, ‘আমরা বলতে পারি তারা সকলেই যুববয়সী ছিলেন।’ ধারণা করা হচ্ছে, এগুলো এরিকা এলভারাদো রিভেরা (২৬) ও তার ভাই অ্যালেক্স (২২) ও জোস অ্যাঞ্জেল (২১)-এর মৃতদেহ। ডিএনএ পরীক্ষার পর মৃতদেহগুলোর পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। মাতামোরোসের কাছে মৃতদেহগুলো পাওয়া যায়। মার্কিন সীমান্তবর্তী শহরটি টেক্সাসের ব্রাউনসলিভা থেকে খুব একটা দূরে নয়।   ওই তিন ভাইবোন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের বাসিন্দা। তারা বাবার সঙ্গে দেখা করতে সীমান্ত পার হয়ে মেক্সিকো আসেন।   তাদের বাবা-মা জানান, ১৩ অক্টোবর তাদের সন্তানদের অপহরণ করা হয়। মাতামোরোসের পশ্চিমে অবস্থিত কন্ট্রোল শহর থেকে সশস্ত্র ব্যক্তিরা তাদের অপহরণ করে।   তাদের মা রাকুয়েল আলবারাদো দাবি করেছেন, অপহরণকারীরা কন্ট্রোল শহরের মেয়র লেতিসিয়া সালাজারের সাঙ্গপাঙ্গ।   প্রসিকিউটর কুইন্টানিলা জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সালজারের নয় দেহরক্ষীকে ডাকা হয়েছে। তিনি আরো জানান, এই ঘটনায় আরো একটি মৃতদেহ পাওয়া গেছে।   রক্ষণশীল বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টির নারী সদস্য সালাজার এই ঘটনার তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।   একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.১০.২০১৪
Link copied!