AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে বাংলাদেশে জঙ্গিদের


Ekushey Sangbad

০৭:২৮ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
ভারতের জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে বাংলাদেশে জঙ্গিদের

একুশে সংবাদ : বাংলাদেশে জঙ্গিদের নবগঠিত জোট বাংলাদেশ জেহাদি গ্রুপের সঙ্গে ভারতের জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদীন' ও লস্কর-ই-তৈয়বার সাংগঠনিক যোগাযোগ রয়েছে।   আন্তঃদেশীয় জঙ্গি তৎপরতার অংশ হিসেবে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে পলাতক জেএমবি সদস্যরা অংশ নেয়।   সম্প্রতি গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের চার জঙ্গি গোয়েন্দাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসব তৎপরতা বন্ধ করতে মাঠপর্যায়ে যৌথ টাস্ক ফোর্স গঠন করা জরুরি।   হরকাতুল জিহাদের ৪ সদস্য রফিক, উমর, নাদিম ও সুমনকে সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। হুজি-বি'র অপারেশন উইং নেতা রফিক ও বোমা বিশেষজ্ঞ উমর গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে, ভারত ও বাংলাদেশ মিলিয়ে তৎপরতা চালাচ্ছিলো তারা।   ভারতের পশ্চিমবঙ্গে নিরাপদ আশ্রয় রয়েছে বলেও দাবি তাদের। 'ইসলামি হুকুমাত' কায়েমের লক্ষ্যে আন্তঃদেশীয় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টায় আই এস-এর সঙ্গেও যোগাযোগের চেষ্টাও করছিলো তারা। দেশ টিভিকে এসব কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।   এদিকে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পলাতক জেএমবি সদস্যদের পাশাপাশি লস্কর ই তৈয়বার যোগসাঁজশেরও প্রমাণ পেয়েছে ভারতের গোয়েন্দারা। ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ এবং দেশে জঙ্গি নেটওয়ার্কে নতুন জোট গঠনের খবরে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষক মে. জে. আব্দুর রশীদ।   এ অপতৎপরতা বন্ধে দুই দেশের মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্ক ফোর্স গঠনের ওপর জোর দিন তারা। একুশে সংবাদ ডটকম/এফরান/৩১.১০.০১৪:
Link copied!