AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিসের ডাবল সেঞ্চুরি : রানের পাহাড়ে পাকিস্তান


Ekushey Sangbad

০৭:২৪ পিএম, অক্টোবর ৩১, ২০১৪
ইউনিসের ডাবল সেঞ্চুরি : রানের পাহাড়ে পাকিস্তান

একুশে স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে তবেই মাঠ ছাড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইউনিস খান। একই সঙ্গে স্পর্শ করলেন অন্যরকম এক রেকর্ডও। ফলে ৫ উইকেট হারিয়ে ৫৫৯ রানের পাহাড় গড়েছে পাকিস্তান।   এক সাপ্তাহ আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ছিল না একটি শতকও। সাত দিনেই বদলে দিলেন সব। তিন ইনিংস খেলতে নেমে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই টানা তিন শতক!   তারপর আবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে তবেই মাঠ ছাড়লেন পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেয়া এই পাঠান। মরুর বুকে একের পর এক ফুল ফুঁটিয়ে চলেছেন তিনি।   আবুধাবিতে অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের পঞ্চম দ্বিশতক করলেন ইউনিস খান। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই তার প্রথম ডাবল সেঞ্চুরি। একই সঙ্গে অন্যরকম এক রেকর্ডের মালিক হলেন তিনি। ক্রিকেটে ১৫০ রানের ইনিংসের হিসেবটা অলাদা করে খুব বেশি গননা করা হয় না ক্রিকেটে। তবে ইউনিস খানের রেকর্ডটা সেখানেই। এখন পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ১৫০ রানের সব চেয়ে বেশি ইনিংস খেলা ব্যাটসম্যান তিনি।   এর আগে পাকিস্তানের পক্ষে এককভাবে ১৫০ রানের সর্বোচ্চ ১০টি ইনিংসের মালিক ছিলেন জাভেদ মিয়াদাদ। এখন সেই রেকর্ডের মালিক ইউনিসও। টানা তিন সেঞ্চুরি করে এর আগে ৯০ বছরের পুরনো অনন্য এক কীর্তি স্পর্শ করেছেন ইনিস। গড়েছেন পাকিস্তানি হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির করার রেকর্ডও।   ইউনিসময় এক দিনে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের অপর দুই ব্যাটসম্যান আজহার আলি ও মিসবা উল হক। ইউনিস খান ২৪৯ বলে ২১৩ রান করে আউট হয়েছেন সিডলের বলে। ১৫ বাউন্ডারি ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। তিন ব্যাটসম্যানের অনবদ্য তিন ইনিংসের উপর দাঁড়িয়ে ১৬০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৫৯ রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ব্যাট করছেন সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।   একুশে সংবাদ ডটকম/মামুন/৩১.১০.২০১৪
Link copied!