AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিন দিন ছোট হয়ে আসছে তুরাগ নদী


Ekushey Sangbad

১২:৪০ পিএম, নভেম্বর ১৫, ২০১৪
দিন দিন ছোট হয়ে আসছে তুরাগ নদী

একুশে সংবাদ : রাজধানীর পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা নদী তুরাগ ক্রমেই ছোট হয়ে আসছে। দূষণও চলছে সমান তালে। নদীটির জায়গা দখলে নিয়ে অবৈধ ইট বালুর ব্যবসার কারণে নদীর নাব্য সংকটও দেখা দিচ্ছে। দখলদারদের কবল থেকে নদটি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকার কাছে তুরাগ নদীর জায়গা দখল করে চলছে ইট বালুর অবৈধ ব্যবসা। এতে দিন দিন কমছে নদীর আয়তন। তুরাগের সীমানা পিলারের ভেতরে ফেলা হচ্ছে ইট বালু। সীমানা পিলার ঢেকেও ফেলা হয়েছে অনেক জায়গায়। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরেই নির্বিঘ্নে এ ব্যবসা চালিয়ে আসছে। শুধু তুরাগ দখলই নয় নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকা উদ্যান আবাসিক এলাকার প্রধান সড়ক দিয়ে ইট ও বালু বোঝাই ট্রাক চালাচ্ছে দখলদাররা। এলাকাবাসীর দাবির মুখে বিআইডব্লিউটিএ একবার দখলদারদের উচ্ছেদে উদ্যোগ নিলেও রহস্যজনক কারণে তা থেমে গেছে। পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান বললেন, রাজনৈতিক প্রভাবের কারণেই তুরাগ দখল ঠেকানো সম্ভব হচ্ছে না। তবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নদী রক্ষায় কাজ চলছে বলে জানালেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। তুরাগ দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একুশে সংবাদ ডটকম/আর/১৫-১১-০১৪:
Link copied!