AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশ্চর্য বালকের সারা শরীরই চুম্বক!


Ekushey Sangbad

১১:৪০ এএম, নভেম্বর ২১, ২০১৪
আশ্চর্য বালকের সারা শরীরই চুম্বক!

একুশে সংবাদ : বৈদ্যুতিক শকের পর মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর নিকোলাই ক্রায়ারাইসেনকো নামের এক শিশু এখন জীবন্ত চুম্বক। ফুটপাত দিয়ে হাঁটার সময় ১২ বছর বয়সী নিকোলাই ল্যাম্পপোস্টের একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে শক খান। একুশে সংবাদ : বৈদ্যুতিক শকের পর মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর নিকোলাই ক্রায়ারাইসেনকো নামের এক শিশু এখন জীবন্ত চুম্বক। ফুটপাত দিয়ে হাঁটার সময় ১২ বছর বয়সী নিকোলাই ল্যাম্পপোস্টের একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে শক খান। শক খেয়ে বাসায় ফেরার পর যুক্তরাজ্যের ওই বালক সকালে ঘুম থেকে জেগে দেখেন, তোশকের ওপর থাকা বেশ কিছু ধাতব কয়েন তার শরীরে লেগে আছে। এরপর সকালের নাস্তা খাওয়ার সময় চামচ লেগে যায় তার বুকে। অবাক নিকোলাই তখন ধারনা করেন সে হয়তো কোন অদৃশ্য শক্তি অর্জণ করেছে চুম্বক জাতীয় বস্তুকে আকর্ষণ করার। এরপর সে পরীক্ষা করে দেখে আসলেই তার শরীর লৌহ জাতীয় পদার্থকে আকর্ষণ করছে। এ সম্পর্কে নিকোলাই বলেন, আমি দেখলাম লৌহ জাতীয় পদার্থ আমার শরীরের কাছাকাছি নিয়ে আসলে আকর্ষণ করছে ঠিকই কিন্তু আমার অনিচ্ছা সত্বেও আমার সাথে অনুরূপ ঘটনা ঘটছে। নিকোলাইয়ের ইচ্ছা বড় হয়ে সে তার এই শক্তিকে মানুষের সেবায় কাজে লাগাবে। এ ঘটনার পর স্কুলে সে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকেই তার এই বিশেষ ক্ষমতার প্রয়োগ দেখতে চাচ্ছেন। জীবন্ত চুম্বকের গল্প বিংশ শতাব্দীর মাঝামাঝিতে শূরু হলেও ২০০৪ সালে রাশিয়ার এক কারখানা শ্রমিকের জীবন্ত চুম্বক হয়ে ওঠার কাহিনী সারা বিশ্বের গনমাধ্যমে খুব আলোড়ন সৃষ্টি করে। চারনোবিল পারমানবিক দুর্যোগের পর ঔই ব্যক্তির শরীর লৌহ জাতীয় পদার্থকে আকর্ষণ করতে শুরু করে। সূত্র: দ্য মিরর একুশে সংবাদ ডটকম/আর/২১-১১-০১৪:
Link copied!