AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলা একাডেমিতে শুরু হয়েছে ‘হে ফেস্টিভ্যাল ঢাকা’


Ekushey Sangbad

০৪:২৭ পিএম, নভেম্বর ২১, ২০১৪
বাংলা একাডেমিতে শুরু হয়েছে ‘হে ফেস্টিভ্যাল ঢাকা’

একুশে সংবাদ : ‘মনের বাধাকে অতিক্রম করে ভিন্নভাবে গল্প বলি’- এই স্লোগানে বাংলা একাডেমিতে শুরু হয়েছে ‘হে ফেস্টিভ্যাল ঢাকা’ ১৪। হে ফেস্টিভ্যাল অব লিটারেচার এন্ড দ্য আর্টস আয়োজিত বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নরওয়ের লেখক উইলিয়াম ডালরাম, পেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কবি ও প্রাবিন্ধক জন রালস্টন সোল, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং পয়েট্রি স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মিমি কালভাটি। ফেস্টিভ্যালের পরিচালক তাহমিনা আনাম উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ফেস্টিভ্যালের পরিচালক সাদাফ সায সিদ্দিকি। সৈয়দ শামসুল হক বলেন, ‘আমরা প্রতিনিয়ত ধর্মান্ধতা ও বৈরী পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বাস করি। এ সব অপকর্ম আমাদের প্রতিনিয়ত প্রগতিশীল কাজে বাধা সৃষ্টি করে। এ সব উৎসব আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের অভিজ্ঞতাকে আহরণ করে নতুন পথ আবিষ্কারের কথা ভাবতে পারি।’ বাংলা একাডেমি সম্পর্কে তিনি বলেন, ‘বাংলা একাডেমির কাজ শুধু ভাষা ও বুদ্ধিভিত্তিক চর্চা করা নয়, বিদেশের সঙ্গে এ দেশের সাহিত্যে ও সংস্কৃতির আদান প্রদান করাও। আমি মনে করি এই বিবেচনায় একাডেমি এই উৎসবের সঙ্গে একত্রিত হয়েছে।’ পেন ইন্টারন্যাশনাল’র প্রেসিডেন্ট কবি ও প্রাবন্ধিক জন রালস্টন সোল বলেন, ‘বিশ্বায়ন ও আন্তর্জাতিকীকরণ নামে বিশ্বে যা কিছু বিবেচিত হচ্ছে, আমি মনে করি এটা ঠিক নয়। কারণ একেকটি রাষ্ট্রে একেক ধরনের রাজনীতি সমাজনীতি তথা সংস্কৃতি বিরাজ করে। সেখানে বিশ্বায়নের নামে কোনো কিছু চাপিয়ে দিলে অন্য রাষ্ট্রের চিন্তার বিপরীতে অবস্থান নেয়।’ তিনি বলেন, ‘আমি মনে করি মুক্ত আলোচনার মাধ্যমে চিন্তার বিনিময়ের মধ্য দিয়ে একটি নতুন চিন্তার উদয় হতে পারে। এ জন্য হে ফেস্টিভ্যালের মতো বিভিন্ন দেশের মানুষের সমাবেশ জরুরি।’ এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলা চোইয়ার গানের দল জাতীয় কবি কাজী নজরুলের ‘বাজাও প্রভু বাজাও গণ, দুর্গমগিরি কান্তার মরু, দূর দ্বীপবাসীনি চিনি তোমারে চিনি’ তিনটি গান পরিবেশন করে। আলোচনা শেষে ২৬ সেশনে শিল্প ও সংস্কৃতি বিষয়ক বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন দেশ-বিদেশের প্রতিশ্রুতিশীল লেখকেরা। এ ছাড়া দর্শনার্থীদের জন্য ত্রিশের অধিক স্টলে বিক্রি হচ্ছে দেশ-বিদেশের বই ও রকমারি খাবার। প্রথম দিনের অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। একুশে সংবাদ ডটকম/আর/২১-১১-০১৪:
Link copied!