AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই শীতে সপরিবারে ঘুরে আসুন বান্দরবান


Ekushey Sangbad

০৭:১৭ পিএম, নভেম্বর ২১, ২০১৪
এই শীতে সপরিবারে ঘুরে আসুন বান্দরবান

একুশে সংবাদ : চারিদিকে শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে। শীতের বুড়ি আসছে হামাগুড়ি দিয়ে। শীতকাল ভ্রমণের একটি উপযুক্ত সময়। তাই এই শীতে ঘুরে আসুন পর্যটন এলাকা বান্দরবান। এলাকা সূত্রে জানা যায়, জেলার দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও পর্যটন নগরী বান্দরবানকে একটি আদর্শ পর্যটন জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মেঘলা পর্যটন এলাকায় সাফারী পার্ক ও শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। ২টি ঝুলন্ত সেতু বান্দরবানকে দেশ-বিদেশে পরিচিত করে তুলেছে। লামা উপজেলার মিরিঞ্জাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন এলাকা হিসেবে রূপান্তর করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরের নীলাচল পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রুমা উপজেলার ঋজুক জলপ্রপাত ইতিমধ্যে ব্যাপক পরিচিত লাভ করেছে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেওক্রাডং পর্বতশৃঙ্গ পরিদর্শন করে সেখানে একটি স্মৃতিফলক উন্মোচন করেছেন। পর্যটন শিল্পের প্রসারে বান্দরবান পুলিশ বিভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এর মধ্যে জেলার প্রবেশ দ্বারে ধনেশ চত্বর, রাজগুরু বিহার সংলগ্ন ময়ূর চত্বর নামে দুইটি দৃষ্টিনন্দন স্থাপত্য ভাস্কর্য তৈরী করা হয়েছে। পর্যটকদের আবাসিক সমস্যার কথা চিন্তা করে বান্দরবান জেলা পুলিশ সুন্দর আবাসিক সুবিধা সৃষ্টি করেছে। এর মধ্যে অফিসার্স মেস, গিরিছায়া রিসোট নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বাল্যস্মৃতিবিজড়িত ঘরটি সংরক্ষণার্থে নন্দিত নিবাস নামের আকর্ষনীয় কটেজ তৈরী করা হয়েছে। তাই আর দেরি না করে এখনই সপরিবারে ঘুরে আসুন বান্দরবান। একুশে সংবাদ ডটকম/আর/২১-১১-০১৪:
Link copied!