AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্যানে শুয়েই মাশাকুলের পিএসসি পরীক্ষা


Ekushey Sangbad

০৪:৫৬ পিএম, নভেম্বর ২৩, ২০১৪
ভ্যানে শুয়েই মাশাকুলের পিএসসি পরীক্ষা

একুশে সংবাদ : বিদ্যালয়ের সব বন্ধুরা যখন আনন্দের সঙ্গে একে একে খুশি মনে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে, ঠিক সে সময়ে ভ্যান গাড়িতে শুয়ে আছে মাশাকুল। নোয়াখালী সেনবাগ উপজেলার গাজীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এভাবেই পিএসসি পরীক্ষায় অংশ নিতে আসে মো. মাশাকুল আলম। সে নীজ সেনবাগ ক্যাডেট মাদ্রাসার ছাত্র। এভাবে পরীক্ষা দিতে এসে মাশাকুল বলে, ‘আমি অসুস্থ। তারপরও আমি পরীক্ষা দিতে এসেছি। যে কোনোভাবেই হোক পরীক্ষা দেবো।’ মাশাকুলের মা জেসমিন আক্তার বলেন, ‘গাছ থেকে পড়ে মাশাকুল গত ২৯ দিন ধরে অসুস্থ। কবিরাজ দেখিয়েছি। তেমন উন্নতি দেখছি না। তাই এভাবে পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।’ জানা গেছে, মাশাকুলের বাবার আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল নয়। এজন্য গ্রাম্য কবিরাজী চিকিৎসা ছাড়া ভালো ডাক্তারের কাছে চিকিৎসার সঙ্গতি তাদের নেই। নীজ সেনবাগ ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রাবিউল আলম জানান, ‘মাশাকুল খুব ভালো ছাত্র। সে যে কোনোভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করবেই। তার এই জেদের কারণে আমি ও তার মা তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে এলাম।’ কেন্দ্র সচিব সফিকুর রহমান বলেন, সকালে জেনেছি নীজ সেনবাগ ক্যাডেট মাদ্রাসার এক ছাত্র অসুস্থ। আমি আগে জানতাম না। তাই ছেলেটির পরীক্ষায় যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য ব্যবস্থা নিয়েছি। প্রসঙ্গত সারা দেশে আজ এক যোগে পিএসপি ও এবতেদায়ী মাদ্রাসার পরীক্ষা শুরু হয়েছে। এ উপজেলায় স্কুল ও এবতেদায়ী মাদ্রাসাসহ ১৮টি পরীক্ষা কেন্দ্রে এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র হলো ১১টি এবং এবতেদায়ী মাদ্রাসার কেন্দ্র ৭টি। এসব কেন্দ্রে ৭ হাজার ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অেংশ নেয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ হাজার ৮২৩ জন এবং মাদ্রাসায় এক হাজার ৩৯৫জন। একুশে সংবাদ ডটকম/আর/২৩-১১-০১৪:
Link copied!