AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যৌনতার ক্ষেত্রে গবেষণায় কিছু নতুন তথ্য


Ekushey Sangbad

০৯:৪৯ এএম, নভেম্বর ২৪, ২০১৪
যৌনতার ক্ষেত্রে গবেষণায় কিছু নতুন তথ্য

একুশে সংবাদ : ব্যর্থ সম্পর্ক ও আবেগগত স্বাস্থ্যের কারণে মেনোপজ-পরবর্তী নারীর যৌন আকাঙ্ক্ষার মাত্রায় তারতম্য হয় বলে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে। এ বিষয়গুলো বিভিন্ন হরমোনের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পুরুষের ক্ষেত্রে প্রধান যৌন হরমোন টেস্টোস্টেরন। একইভাবে নারীদেরও অন্য কয়েকটি প্রাকৃতিক হরমোনের সঙ্গে টেস্টোস্টেরনও ভূমিকা রাখে। এ বিষয়ে গবেষণাপত্রটির সহলেখক ও ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষক জন এফ র‌্যানডলফ বলেন, ‘টেস্টোস্টেরন ও অন্য পুনঃউৎপাদনশীল হরমোন নারীর যৌন অনুভূতির সঙ্গে সম্পর্কিত।’ গবেষণার জন্য বিজ্ঞানীরা প্রায় দশকব্যাপী ৩৩০০-এরও বেশি নারীর তথ্য সংগ্রহ করেন। এ গবেষণায় তাদের পুনঃউৎপাদনশীল হরমোন ও যৌন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণায় তাদের আগ্রহের বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের টেস্টোস্টেরন মাত্রাও মেপে দেখা হয়। গবেষকরা দেখেন, টেস্টোস্টেরনের মাত্রা বেশি হলে তা যৌনতার আকাঙ্ক্ষা বেশি দেখায়। অন্যদিকে এর মাত্রা কম হলে যৌনতার মাত্রায় তারতম্য হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এনডোক্রাইন সোসাইটি জার্নাল অব ক্লিনিক্যাল এনডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম-এ। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১১-০১৪:
Link copied!