AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিমিশেই উড়ে যাবে খুশকি


Ekushey Sangbad

১০:০৪ এএম, নভেম্বর ২৪, ২০১৪
নিমিশেই উড়ে যাবে খুশকি

একুশে সংবাদ : শীতের আদুরে পরশ যতটা স্বস্তির ঠিক ততটা অস্বস্তির ত্বক ও চুলের জন্য। শীতকালে চুল হয়ে ওঠে রুক্ষ ও সুক্ষ। তার ওপর থাকে খুশকির বাড়তি উৎপাত। শীতকালে মাথার ত্বক শুষ্ক হয়ে ওঠার কারণেই এই সমস্যা দেখা দেয়। বাজারে যেসব অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু পাওয়া যায় তা ব্যবহার করা বন্ধ করলে আবারও ফিরে আসে খুশকি। তাই চিরদিনের জন্য খুশকিকে তুড়ি মেরে উড়াতে আপনাদের জন্য রইলো ঘরোয়া সমাধান। * গোলমরিচের গুঁড়া ২ চা চামচ আর টক দই দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার ভাল করে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন এক ঘণ্টা। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে দেখুন খুশকি উধাও। * রাতে অলিভ ওয়েল বা তিলের তেল ভালো করে চুলে লাগিয়ে রাখুন। সকালে গোসল করার ১ ঘণ্টা আগে চুলের গোড়ায় লেবুর রস লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। * ভিনেগার আর পানি সমপরিমাণে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে রেখে দিন। সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। * রাতে মেথি ভিজিয়ে রাখুন। সকালে ভাল করে বেটে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ২ থেকে ৩ ঘণ্টা। এবার শিকাকাই বা রিঠা দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। * আপেলে রস দিয়ে ভাল করে চুল ম্যাসাজ করুন। খুশকির হাত থেকে মুক্তি পাবেন। * বিট মূলের রস, ভিনেগার ও আদার রস একসঙ্গে মিশিয়ে ভাল করে মাথার তালুতে ম্যাসাজ করে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। দ্রুত খুশকি দূর হবে। * অ্যালোভেরা বা ঘৃতকুমারীর পাতার নির্যাস ১৫ থেকে ২০ মিনিট চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন। * চুলে শ্যাম্পু করার সময় এক চা চামচ বেকিং সোডা ভাল করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন। এটা দিয়ে একবার শ্যাম্পু করলেই উপকার বুঝতে পারবেন | * নিম পাতার অনেক রকম গুণ আছে। যাদের অনেক খুশকি, তারা নিমের পাতা বেটে আধ ঘণ্টা মাথায় লাগিয়ে রাখুন,পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার লাগালে খুশকি আর থাকবে না। * রসুনের পেস্ট বানিয়ে চুলে অধঘন্টা লাগিয়ে রাখুন। পরে ভালো কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১১-০১৪:
Link copied!