AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিগগিরই সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে আসবেন মমতা


Ekushey Sangbad

১০:৪৩ এএম, নভেম্বর ২৪, ২০১৪
শিগগিরই সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে আসবেন মমতা

একুশে সংবাদ : দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য খুব শিগগিরই বাংলাদেশ আসবেন পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ সদস্য কর্নেল ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল শনিবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে তার সঙ্গে দেখা করলে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। এ সময় তাদের মধ্যে পশ্চিমবঙ্গের বর্তমান সন্ত্রাসবাদী পরিস্থিতি ও জঙ্গি কার্যকলাপ, স্থলসীমানা, শুষ্ক মৌসুমে বাংলাদেশ ও ভারত তথা পশ্চিমবঙ্গের সঙ্গে পানিবণ্টন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে খাগড়াগড় কাণ্ডও উঠে আসে বলে জানা গেছ। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে প্রতিনিধিরা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গে টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ককে আরো সুদৃঢ় করার উদ্দেশ্যেই এ বৈঠক। তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। আমাদের ভাষা ও সংস্কৃতি একে আপরকে নীবিড় বন্ধনে আবদ্ধ করেছে। ভালোবাসাকে সীমান্ত দিয়ে বিভক্ত করা যায় না। কারণ সব সমস্যারই সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে। এজন্য দু’দেশের সুসম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য খুব শিগগিরই আমি বাংলাদেশ যাবো।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পশ্চিমবঙ্গ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া তিনি বলেন, ‘দ্রুত আলোচনার মাধ্যমে সীমান্ত চুক্তি সমস্যার সমাধান হবে।’ এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, পংকজ দেবনাথ এমপি, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, নাহিম রাজ্জাক এমপি, মাহজাবিন খালেদ এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি ও কাজী নাবিল আহম্মেদ এমপি। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১১-০১৪:
Link copied!