AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাবা শরিফে পাওয়া যাবে ৭২ ভাষায় প্রকাশিত কোরঅান শরীফ


Ekushey Sangbad

০৩:৪৭ পিএম, নভেম্বর ২৪, ২০১৪
কাবা শরিফে পাওয়া যাবে ৭২ ভাষায় প্রকাশিত কোরঅান শরীফ

নিজস্ব প্রতিবেদকঃ আরবি ভাষার পাশাপাশি ৭২টি দেশের ভাষায় পবিত্র কোরান শরিফ প্রকাশ করেছে সৌদি কতৃপক্ষ। এই ৭২টি ভাষায় প্রকাশিত কোরান পাওয়া যাবে পবিত্র কাবা শরিফে। কাবা শরিফের সিনিয়র অফিসার আলী হামিদ আল নাজফী স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমরা কাবা শরিফের ভেতরে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন চালু করেছি। এর মাধ্যমে তারা একটি বারকোড ব্যবহার করে এখানে বসেই নিজেদের পছন্দমতো ভাষায় প্রকাশিত পবিত্র কোরান শরিফ ডাউনলোড করে নিতে পারবেন।   তিনি আরও বলেন, এছাড়াও কাবা শরিফের ভেতরে চার হাজার সেলফে বিভিন্ন ভাষায় মুদ্রিত নয় লাখ ৫০ হাজার কোরান শরিফ সংরক্ষিত রয়েছে। মুসল্লিরা এখান থেকেও নিজেদের পছন্দমতো ভাষায় ছাপানো কোরান পড়তে পারবেন। এ বছর কাবা শরিফে তারাবিহ ও শেষরাতে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য ছয়জন ইমাম নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন-আব্দুর রহমান আল সুদাইস, সাউদ আল সুরাইম, আব্দুল্লাহ আল জুহানী, মাহের আল মুয়াইকুলি, খালেদ আল ঘামদী ও বানদার বালেলাহ। আব্দুর রহমান আল সুদাইসের নেতৃত্বে তারাবির নামাজের মাধ্যমে পবিত্র কোরান তেলাওয়াত সম্পন্ন করা হবে বলেও জানান নাজফী।   এদিকে মক্কা অঞ্চলের পুলিশ প্রধান মেজর জেনারেল আব্দুল আজিজ আল আসুলী কাবা শরিফের ভেতরে ভীড় ব্যবস্থাপনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে জানান, কাবা শরিফ ও মুসল্লিদের নজরদারী নিশ্চিত করতে মক্কার প্রাণ কেন্দ্রে দুই হাজার ক্যামেরা স্থাপন করা হয়েছে। পবিত্র রমজান মাসে কাবা শরিফের আশপাশের এলাকায় যানজট এড়ানো ও পথচারীদের চলাচল সহজ করতে বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে স্থানীয় ট্র্যাফিক পুলিশ।   একুশে সংবাদ ডটকম/এইচ কে সংগ্রাম/২৪.১১.১৪।
Link copied!