AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডে শ্বেতাঙ্গ পুলিশ নির্দোষ


Ekushey Sangbad

১১:৪২ এএম, নভেম্বর ২৫, ২০১৪
কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডে শ্বেতাঙ্গ পুলিশ নির্দোষ

একুশে সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে চাঞ্চল্যকর ফার্গুসনে কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডের ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ জড়িত ছিলেন না।   যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে মিসৌরির আদালতে গ্রান্ড জুরির সিদ্ধান্তে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে নির্দোষ ঘোষণা করেন। সেইন্ট লুইস কাউন্টির প্রসিকিউটর স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান।   চলতি বছরের আগস্টে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মাইকেল ব্রাউন নামে ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়। এ ঘটনায় জড়িত পুলিশের বিচারের দাবিতে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি অবস্থা দিতে বাধ্য হয়। এফবিআই এবং যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের নাগরিক অধিকার বিভাগগুলোর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন।     গত সোমবার শ্বেতাঙ্গ পুলিশকে নির্দোষ ঘোষণা করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিহত মাইকেল ব্রাউনের বাবা। তিনি সাংবাদিকদের বলেন তার সন্তান একজন 'ভালো ছেলে' ছিল। সে এগুলোর কোনো কিছুর জন্য উপযুক্ত নয়। তিনি গ্রান্ড জুরির বিচার নাকচ করে দিয়ে বলেন, আমাদের বেদনা সবাই বুঝতে পারলেও তাঁরা বুঝতে পারেননি। আমারা এ বিচার মানি না।   আদালতে বিচার প্রক্রিয়া শুরুর আগে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আগের দিন রাত থেকেই আদালতের চারপাশে অতিরিক্ত পুলিশসহ বিপুল পরিমান আইনশৃখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। এ সময় মাইকেল ব্রাউনের খুনির বিচারের দাবিতে শত শত মানুষ নানা ধরনের ফেস্টুন ও ব্যানার হাতে বিক্ষোভ প্রদান করেন।     একুশে সংবাদ ডটকম/এফরান/২৫.১১.০১৪:
Link copied!