AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad

০১:৫৫ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

একুশে সংবাদ ডেস্ক: কৃষ্ণাঙ্গ এক কিশোরকে হত্যার অভিযোগ থেকে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।   মঙ্গলবার গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত প্রকাশ করার পরপরই সেন্ট লুইসের রাজপথে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ।   অন্যদিকে কিশোর নিহতের ঘটনাস্থল ফার্গুসনে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙ্গে ফেলে। তারা পুলিশকে উদ্দেশ করে ‘হত্যাকারী’ বলে স্লোগান দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়ে মারে।   এসময় বিক্ষুব্ধরা পুলিশের গাড়ির কাঁচ ভাংচুর করে। কয়েকজন বিক্ষোভকারী এ সময় যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করে।   বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিবর্ষণ ও পিপার স্প্রে ছুড়ে।   অন্যদিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিক্ষোভ করছে শত শত বিক্ষুব্ধ নাগরিক। ‘কালোদের জীবনের ব্যাপার’ স্লোগানে তারা রাজপথজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে।   ‘মাইক ব্রাউনের জন্য বিচার’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শত শত বিক্ষোভকারী শিকাগোর লেক শোরের রাজপথে নেমে এসেছে।   এ ছাড়া ওয়াশিংটন ডিসি, শিত্তেল ও অকল্যান্ডেও বিক্ষোভ চলছে।   এদিকে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জুরির সিদ্ধান্তের প্রতিবাদে সহিংসতা না চালাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।   এর আগে মাইকেল ব্রাউনকে (১৮) গুলি করে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে না বলে সিদ্ধান্ত নেয় গ্র্যান্ড জুরি। সেন্ট লুইস কান্ট্রির প্রসিকিউটর বব ম্যাককুলচ এ কথা জানান।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৫.১১.২০১৪
Link copied!