AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেড় শ’ কোটি বছর আগের জলের সন্ধান


Ekushey Sangbad

০৩:১৫ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
দেড় শ’ কোটি বছর আগের জলের সন্ধান

একুশে সংবাদ : পৃথিবীর সবচেয়ে প্রাচীন জলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কানাডার একটি খনিতে প্রায় দেড় শ’ কোটি বছর আগের জল আবিষ্কার করেছেন তারা। কানাডার ওনটারিওর একটি খনিতে পাওয়া এই প্রাচীন জল পৃথিবী ও মঙ্গল গ্রহের জীবনের রহস্য উন্মোচনে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন গবেষকরা। ইংল্যান্ডের ল্যানচেস্টার ইউনিভার্সিটির এক বিজ্ঞানী ড. গ্রেগ হল্যান্ড এবং একই দেশের ম্যানচেস্টার ইউনির্ভাসিটির কয়েক বিজ্ঞানী তিমিনস নামক খনিতে এই প্রাচীন জলের সন্ধান পান। এই দলে ছিলেন কানাডার দুটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও। ভূপৃষ্ঠ থেকে প্রায় আড়াই কিলোমিটার গভীরে প্রাচীন এই জলের সন্ধান মেলে। নিষ্ক্রিয় গ্যাস জেননকে ওই জলে মিশিয়ে এর বয়স নির্ধারণ করা হয়। উল্লেখ্য, জেনন আইসোটোপ ব্যবহার করে এটা বলা যায়, কোনো তরল সর্বশেষ কখন ভূপৃষ্ঠের আবহাওয়ার সংস্পর্শে এসেছিল। বিজ্ঞানীরা হিসেব কষে বের করেন, খনিতে পাওয়া এই জল দেড় শ’ কোটি বছর প্রাচীন। এই একই গবেষক দল ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে প্রাচীন জলের সন্ধান পেয়েছিলেন। সেবারের তুলনায় কয়েক লক্ষ গুণ পুরনো তিমিনস খনিতে পাওয়া জল। স্বর্ণখনিতে পাওয়া জলের ভেতর অণুজীবও মিলেছিল। কানাডার খনিতে পাওয়া জলে কি পাওয়া যাবে? হল্যান্ড বলেছেন, ‘সেটাই এখন আবিষ্কার করার চেষ্টা করছেন আমাদের কানাডীয় গবেষকরা।’ সূত্র : এনডিটিভি। একুশে সংবাদ ডটকম/আর/২৫-১১-০১৪:
Link copied!