AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে সন্দেহভাজন ইবোলা রোগীর মৃত্যু


Ekushey Sangbad

০৪:০২ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
পাকিস্তানে সন্দেহভাজন ইবোলা রোগীর মৃত্যু

একুশে সংবাদ ডেস্ক: পাকিস্তানের ফয়সালাবাদের একটি হাসপাতালে সন্দেহভাজন ইবোলা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ডন নিউজ।   এলাইড হাসপাতালের এক কর্মকর্তা জানান, ওই রোগী মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন।   ওই ব্যক্তি সপ্তাহখানেক আগে পশ্চিম আফ্রিকার টোগো থেকে দেশে ফেরেন।   খবরে বলা হয়েছে ৪০ বছর বয়সী জুলফিকার আহমেদ পাঞ্জাবের চিনিকোট জেলা থেকে গত শনিবার প্রচণ্ড জ্বর নিয়ে ফয়সালাবাদের এলাইড হাসপাতালে ভর্তি হন। তার নাক ও মুখ দিয়ে রক্ত বেরুতে দেখে চিকিৎসকরা তার দেহে ইবোলা ভাইরাসের উপস্থিতি রয়েছে বলে ধারণা করেন।   এলাইড হাসপাতালের চিকিৎসক রশিদ মকবুল জানিয়েছেন, মৃতের রক্ত পরীক্ষার জন্য ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর তার রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন আসতে দুই সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।   পাঞ্জাবের স্বাস্থ্য উপদেষ্টা খাজা সালমান রফিক জানিয়েছেন, সরকারি চিকিৎসক দল চিনিকোটে পৌঁছেছেন। তারা জুলফিকারের আত্মীয় ও বন্ধুদের দেহেও একই ধরনের লক্ষ্মণ দেখতে পেয়েছেন।   পাঞ্জাবের ওই শহরটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দলেরও পৌঁছানোর কথা রয়েছে।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৫.১১.২০১৪
Link copied!