AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

'বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে'


Ekushey Sangbad

০৫:১২ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
'বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে'

একুশে সংবাদ : আগামী ৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০ বিলিয়ন ডলার ব্যায় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।   তিনি বলেন, ‘এই ২০ বিলিয়ন ডলারের মধ্য ১০ বিলিয়ন ডলার আসবে বিদেশী সহযোগীরতার মাধ্যমে এবং বাকি ১০ বিলিয়ন ডলার আসবে অংশিদার ভিত্তিক সরকার ও প্রাইভেট বিভিন্ন কোম্পানীর সহযোগীতায়।’ নসরুল হামিদ আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘আলোকিত বাংলাদেশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্জন’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান। বিদ্যুৎ ও গ্যাসের অপচয় এবং দুর্নীতি রোধে শীগগিরই প্রি-পেইড মিটারে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় রোধে ইতোমধ্যে অনেক এলাকায় প্রি-পেইড মিটার ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শিগগিরই আরও এলাকায় প্রি-পেইড মিটার ব্যবস্থায় গ্যাস সরবরাহ করা হবে। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে। সম্পূর্ণ ডিজিটালাইজড হলে এ খাতের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।   তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুতের মহাপরিকল্পনা তৈরির সময় অনেকেই অর্থের জোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আমরা পাঁচ বছরে বিদ্যুতের উৎপাদন দ্বিগুনেরও বেশি করেছি। একুশে সংবাদ ডটকম/এফরান/২৫.১১.০১৪:
Link copied!