AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফটার ইউ চর্চা চাই!


Ekushey Sangbad

০৫:২১ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
আফটার ইউ চর্চা চাই!

একুশে সংবাদ : লিফটে ওঠার জন্য আপনি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে আপনার পেছনেও আরো অনেকে দাঁড়িয়ে গেছেন এমন সময় দেখলেন হেলে-দুলে দুজন এসে লাইনের বাইরে দাঁড়ালেন। খুব ব্যস্ততার ভান করে নিজেদের মধ্যে কথা বলছেন। এরপর ওদের দেখাদেখি আরো কজন এসে লাইনের বাইরে দাঁড়িয়ে থাকলো। যেইমাত্র লিফটি এসে থামলো, সবার আগে লাইনের বাইরের লোকগুলো অন্য সবাইকে ঠেলে, ‘চামে চিকনে’ হুট করে লিফটে ঢুকে পড়লেন। যারা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছিলেন তাদের অনেকেই লিফটি মিস করলেন। এই দৃশ্য বাংলাদেশের প্রায় সবগুলো লিফটের সামনে হরহামেশাই ঘটে। এসব ক্ষেত্রে কী করা উচিত? আমার মতে, যে বদমাশগুলো লাইন ছেড়ে লিফটে উঠতে চাইছে তাদের প্রত্যেককে কষে দুইটা করে চড় লাগানো যেতে পারে। এটা যদি আপনার কাছে বাড়াবাড়ি রকমের অভদ্রতা মনে হয়, তবে শুরুতেই তাদেরকে লাইনে দাঁড়াতে বাধ্য করতে পারেন। আবার লাইনের বাইরে দাঁড়ানো সে যে-ই হোক, দাঁড়ানো মাত্রই আপনি মৃদু হেসে তাকে লাইনে দাঁড়াতে অনুরোধ করুন। দেখবেন আপনি বলার সাথে সাথেই আরো কয়েকজন আপনাকে সাপোর্ট করবে। তবে সর্বপ্রথম উদ্যোগটা আপনিই নিন। কারণ, অনেক ক্ষেত্রে বহু অর্জন থাকলেও এই একটি বিষয়ে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে উদ্যোক্তার ভীষণ অভাব। অুনরোধ করার পরও যদি কাজ না হয়, তখন আপনি আঙ্গুলটা একটু বাঁকা করুন। দেখবেন কাজ হবে। মোদ্দা কথা হলো, আপনাকে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে। তবেই আপনি আপনার ন্যায্য অধিকারটুকু আদায় করে নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন, যে যেভাবে খুশি লিফটে উঠুক তাতে আপনার কিছু যায় আসে না, তাহলে আপনি এখানেই থামুন। লেখার বাকীটুক আপনার না পড়লেও চলবে। এবার এই দৃশ্যটাই একটু অন্যভাবে ব্যাখ্যা করা যাক। আপনিসহ সবাই দাঁড়িয়ে আছেন লিফটে উঠার জন্য। লিফট এলো। আপনি ভদ্রতা দেখিয়ে আপনার পেছনে দাঁড়ানো লোকটিকে আগে ওঠার জন্য জায়গা ছেড়ে দিলেন। দেখবেন উনি আপনার আগে যাবেন না। আপনাকেই আগে উঠতে দেবেন তিনি। এই যে দেখুনÑএকই লিফট, একই লাইন কিন্তু দৃশ্য ভিন্ন। যিনি নিয়মের মধ্যে থাকবেন, তাঁর জন্য আগে যাবার অফার। আর যিনি বেলাইনে আসবেন তার জন্য ভিন্ন চিকিৎসা। আগে যাবার জন্য অন্যকে জায়গা ছেড়ে দেওয়ার যে ভদ্রতা, এটাই হলোÑ ‘আফটার ইউ কালচার’। সভ্য এবং উন্নত দেশে এটা চর্চা হয় বেশ ভালোভাবে, জীবনের প্রতিটি কাজে। তবে পুরো বিষয়টা কার্যকর হবে যিনি নিয়মতান্ত্রিকভাবে চলবেন তার ক্ষেত্রে। আমাদের দেশে ‘আফটার ইউ কালচার’ চর্চার খারাপ দিকটি হলো-আপনি ভদ্রতা করে হয়তো কাউকে জায়গা ছেড়ে দিলেন। দেখবেন সাথে সাথে পিছন থেকে একের পর এক, যাচ্ছে তো যাচ্ছেই। আপনি আর সামনে এগোবার সুযোগই পাচ্ছেন না। এ কারণেই ইচ্ছে থাকা স্বত্বেও অনেকেই এই ভদ্রতা দেখাতে চান না। অনেকে বলেন যে, আমাদের দেশে অধিক জনসংখ্যার কারণে কোন সিস্টেম চালু করা যাচ্ছে না। জনসংখ্যা কম হলে সব কিছু সিস্টেমেটিকভাবে চালানো যেতো। সিংগাপুরের উদাহরণ টানেন অনেকে। কিন্তু আমার কথা হলো, জনসংখ্যা যেহেতু অত্যধিক সেজন্যই তো আমাদের আরো বেশি সিস্টেমেটিক হতে হবে। না হলে সব জগাখিচুড়ি পাকিয়ে যাবে। যেমনটা ইতোমধ্যে হয়েছে আমাদের দেশে। পাশাপাশি চলমান অবস্থায় যখনই দেখবেন আপনার গাড়িটি সামনে এগোতে অসুবিধা হচ্ছে তখন আপনার ডানের বা বাঁয়ের গাড়িটিকে আগে যেতে দিন। দেখবেন এরপর আপনি সহজেই এগোতে পারছেন। তবে খেয়াল রাখতে হবে, আপনি একটি মাত্র গাড়িকে আগে যেতে দিচ্ছেন। প্রতিটি কাজে এভাবে ‘আফটার ইউ কালচার’ চর্চা করতে হবে। আগে অন্যকে যেতে দিন। এরপর আপনি যান। আসুন সবাই অন্তত: এই একটি নিয়ম মেনে চলি। লেখক: উদ্যোক্ত, সমাজকর্মী একুশে সংবাদ ডটকম/আর/২৫-১১-০১৪:
Link copied!