AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি


Ekushey Sangbad

০৬:৪৭ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
পাবনায় জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় বেঙ্গল জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কারখানাটির ২৫কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে কারখানাটির মালিক পক্ষ। এদিকে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় এক মহিলা নিহত ও অপর ৫ জন আহত হয়েছে।   প্রত্যক্ষদর্শী ও বেড়া ফায়ার সার্ভিস সুত্র জানায়। বেড়ার অধিননগরে রফতানিমূখী বেঙ্গল জুট টুয়াইন মিলের উৎপাদিত সূতলী বিদেশে রফতানি করা হতো। মঙ্গবার সকাল সাড়ে ১২ টার দিকে মিলের জ্বালানী ট্যাংক বিস্ফোরনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন মিলের ৩টি গুদামে ছড়িয়ে পড়লে আগুনে ৫০ হাজার মন পাট ও বেশ কয়েকটি মেশিন পুড়ে যায়। খবর পেয়ে বেড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় তিন ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।   আগুন লাগার পর মিলের শ্রমিকেরা ছুটাছুটি করে বাইরে বেড়িয়ে আসার সময় বেড়ার হুড়াসাগর নদীর ঘাট থেকে বালি ভর্তি দ্রুতগামী ট্রাকের চাপায় রাস্তায় দাড়িয়ে থাকা পবিত্র রানি (৫০) নামের এক মহিলা ঘটনাস্থলেই মারা য়ায় এতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় রানি (৫২) নামের অপর এক মহিলা। বেঙ্গল জুট টুয়াইন মিলের চার মালিকের একজন প্রভাষক আবু সাইদ জানান, অগ্নিকান্ডে তাদের মিলের মজুদ পাট, মেশিনারিজ ও জ্বালানী তেলসহ কয়েক কোটি টাকার মালামাল পুরে গেছে।   বেড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে মিলের জ্বালানী ট্যাংকে বিস্ফোরন হয় আর এতেই আগুনের সূত্রপাত হয়। বেঙ্গল জুট টুয়াইন মিলের নির্বাহী কর্মকর্তা মির্জা হেদায়েতুল নবী সুরুজ জানান, সর্ট সার্কিট অথবা মেশিন গরম হয়ে জ্বলানী তেলের ট্যাংকী বিস্ফোরনের করণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারনা করছে।     একুশে সংবাদ ডটকম/কলিট তালুকদার /২৫.১১.১৪।
Link copied!