AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সার্ক সম্মেলন : গুরুত্ব পাবে আঞ্চলিক যোগাযোগ ও জঙ্গিবাদ


Ekushey Sangbad

০৬:৫৪ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
সার্ক সম্মেলন : গুরুত্ব পাবে আঞ্চলিক যোগাযোগ ও জঙ্গিবাদ

একুশে সংবাদ ডেস্ক : আঞ্চলিক সংহতি জোরদারের লক্ষ্য নিয়ে নেপালে কাল শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা-- সার্কের ১৮তম শীর্ষ সম্মেলন। মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাণিজ্য উন্নয়ন, জঙ্গিবাদের মূল উৎপাটনও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মত বিষয়ে আলোচনা হয়। এবারের আলোচনায় ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন মাত্রা পাবে, এমনটাই আশা বিশেষজ্ঞদের।   ১৮ তম সার্কের শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে সাজসাজ রব কাঠমান্ডুতে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।   সম্মেলনে অংশ নিতে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছেন এখন সার্কভুক্ত দেশের প্রধানরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে পৌছবেন কাল। এবারের সম্মেলনে নয়া দিল্লী এবং ইসলামাবাদের সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে বিশেষজ্ঞরা। দু'দিনের এই সম্মেলনে স্বভাবতই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান বৈরি দু'দেশ। তবে নয়াদিল্লী এবং ইসলামাবাদের এই শাসকরা একক কোনো বৈঠকে বসবেন কিনা তা এখনো নিশ্চিত না হলেও মূল বিষয় থাকবে কাশ্মীরের শাসনভার তা স্পষ্ট। তবে সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার আলোকেই বৈঠকে বসতে অনড় ভারত।     ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, 'আমরা এইবার এই আশা নিয়ে এখানে এসেছি যে, আমাদের সাথে এই অঞ্চলের সবার সম্পর্ক আরো গভীর হবে এবং এই সম্মেলনও সফলতা পাবে।'   এদিকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সাথে বসার আগে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াতের সাথে আলোচনায় বসার ইঙ্গিত দিলেও ভারত সরকার হুরিয়াতের সাথে আলোচনায় পক্ষপাতী নয় মোটেই। সোমবার সম্মেলণের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উঠে আসে এই সব কথা।     পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা সারতায আজিজ বলেন, 'আমি আশা করছি ভারত-পাকিস্তান সম্পর্ক এইবার এক নতুন মোড় নিবে। অবসান ঘটবে নানা ভুল বোঝাবুঝির।'     কাশ্মীর ছাড়াও আফিগানিস্থানের উপর প্রভাব বিস্তার নিয়ে পরমানু শক্তিধর এই দুই দেশ আবার যে দ্বন্দ্বের মাঝে জড়িয়ে পড়ছে তা থেকে জনস্বার্থেই সরে আসতে চাচ্ছে খোদ তারাই। তবে নরেন্দ্র মোদী পাকিস্তান ইস্যু ছাড়াও চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উত্থানের মুখে আঞ্চলিক সংহতি জোরদার করার চেষ্ঠা করবেন এবারের সার্ক সম্মেলণে এমনটাই ধারণা বিশ্লেষকদের। একুশে সংবাদ ডটকম/এফরান/২৫.১১.০১৪:
Link copied!