AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে ৭৪৬ গার্মেন্টস শ্রমিক চাকরিচ্যুত


Ekushey Sangbad

০৭:৪৯ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
নারায়ণগঞ্জে ৭৪৬ গার্মেন্টস শ্রমিক চাকরিচ্যুত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বকেয়া পাওনাদি পরিশোধ করে নারায়ণগঞ্জের দুটি গার্মেন্টের ৭৪৬ শ্রমিককে চাকরিচ্যুত করেছে মালিকপক্ষ।   মঙ্গলবার বিকেলে তৌফিক সোয়েটারের ৩১০ শ্রমিক ও এনটি অ্যাপারেলসের ৪৩৬ শ্রমিককে বকেয়া পরিশোধ করে চাকরিচ্যুত করা হয়।   ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহমেদ পলাশ জানান, বিকেএমইএ’র পরিচালক আবু আহাম্মেদ সিদ্দিকের মালিকানাধীন শোভন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরের তৌফিক সোয়েটার লিমিটেডের ৩১০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে।   জানা যায়, শহরের বালুরমাঠস্থ বিকেএমএই’র কার্যালয়ে বিকেলে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়।   বিকেএমইএ সূত্রে জানা গেছে, ৩১০ শ্রমিককে প্রায় ৫৮ লাখ টাকা প্রদান করা হয়েছে। শ্রমিকরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পেয়েছেন।   সমাজতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ জানান, মঙ্গলবার বিসিকে এনটি অ্যাপারেলসের অফিসকক্ষে ৪৩৬ শ্রমিককে এক মাসের বেতন, ওভারটাইম ও যাদের চাকরির বয়স চার বছরের উপরে তাদের এক মাসের বেসিক প্রদান করে চাকরিচ্যুত করে মালিকপক্ষ।   বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) ও লেবার অ্যাফেয়ার্স অন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৫.১১.২০১৪
Link copied!