AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাহজাবিন সুমির লাশ ফের ময়নাতদন্তের নির্দেশ


Ekushey Sangbad

০৮:১৯ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
মাহজাবিন সুমির লাশ ফের ময়নাতদন্তের নির্দেশ

একুশে সংবাদ: সাবেক সংসদ সদস্য ও আ.লীগ নেতা খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন সুমির লাশ কবরস্থান থেকে উত্তোলন করে আবারো ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সুমির বাবা প্রকৌশলী নুরুল ইসলাম মঙ্গলবার লাশ পুনঃময়নাতদন্তের আবেদন জানালে শুনানি শেষে এ আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা।   যশোর জেলা প্রশাসককে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত শেষে ঢাকা সিএমএম আদালতে একটি প্রতিবেদন দেয়ার জন্যও জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। আদেশে সিভিল সার্জনসহ মোট তিন সদস্যের একটি কমিটি গঠনের কথাও বলা হয়েছে। ওই কমিটির নেতৃত্বেই যশোরের কারবালা কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হবে।   এর আগে ২৩ নভেম্বর প্রকাশিত ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, সুমি আত্মহত্যা করেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান হাবিবুজ্জমান চৌধুরী সুমির ময়না তদন্ত করেছিলেন।   উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও ডা. জেসমিন আরা দম্পতির ছেলে হুমায়ুন সুলতান সাদাফের স্ত্রী ছিলেন শামারুখ মাহজাবিন সুমি। গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই টিপু সুলতান, জেমসিন আরা ও হুমায়ুন সুলতানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় সাদাফকে। খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম পালিয়ে যান। পরে তারা হাইকোর্ট থেকে আগাম জামনি পান।   সুমি যশোর শহরের পুরাতন কসবা এলাকার প্রকৌশলী নুরুল ইসলামের মেয়ে। তিনি রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাফের সঙ্গে শামারুখ মেহজাবিন সুমির বিয়ে হয়। বিয়ের পর তার ওপর নির্যাতন করা হতো বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৫.১১.২০১৪
Link copied!