AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে জনসংহতি সমিতির সদস্য নিহত


Ekushey Sangbad

০৮:৪৭ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
রাঙামাটিতে বন্দুকযুদ্ধে জনসংহতি সমিতির সদস্য নিহত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই পক্ষে সংঘর্ষে এক সদস্য নিহত হয়েছে।   মঙ্গলবার বিকেলে বাঘাইছড়ি সদর ইউনিয়নের জীবতলি এলাকায় এ ঘটনা ঘটে।   নিহত ব্যক্তির নাম শ্যামল চাকমা। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।   জানা যায়, বিকেল থেকেই জীবতলি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(এমএন লারমা) দুপক্ষের সশস্ত্র ক্যাডারদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। এ সময় একজন নিহত হয়।   ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে অভিযান চালায়।   ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা ৬৬ রাউন্ড তাজা গুলি, ৮২ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগজিন ও একটি মোবাইল সেট উদ্ধার করে। ঘটনাস্থলে শ্যামল চাকমার মৃতদেহ পড়ে থাকার কথাও নিশ্চিত করেছে বিজিবি।   বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল রবিউল ইসলাম (সিগন্যাল) জানান, ৬৪ রাউন্ড গুলিবর্ষণ করে সশস্ত্র দুই পক্ষকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৫.১১.২০১৪
Link copied!