AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সহিংসতা এড়াতে ফার্গুসনে সেনা মোতায়েন


Ekushey Sangbad

১১:৪৫ এএম, নভেম্বর ২৬, ২০১৪
সহিংসতা এড়াতে  ফার্গুসনে সেনা মোতায়েন

একুশে সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্গুসনে শহরে একজন কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার দায় থেকে একজন শ্বেতাঙ্গ পুলিশকে আদালতের অব্যাহতির রায় প্রত্যাখ্যান করেছে তার পরিবার। নিহত কিশোর মাইকেল ব্রাউনের পরিবারের আইনজীবী তাদের পক্ষে এই রায় প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।     ফার্গুসন হত্যাকাণ্ডের প্রতিবাদ এখন পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার ব্রাউনিং হত্যার প্রতিবাদে ফার্গুসনে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ছিল। এদিন মিসৌরি ছাড়াও যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্যে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।     মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর জে নিক্সন বলেছেন, সহিংসতা ঠেকাতে সেন্ট লুইস শহরতলীতে ন্যাশনাল গার্ডের ২ হাজার ২০০ সেনা মোতায়েন করা হয়েছে। সেন্ট লুইসের ফার্গুসন এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটে।     এদিকে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, তিনি এ ঘটনায় বিবেকের কাছে পুরোপুরি পরিষ্কার।     এই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা গত ৯ আগস্ট কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করেন। কিন্তু জুরি বোর্ড উইলসনের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, উইলসন আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছেন।     গ্র্যান্ড জুরির এই সিদ্ধান্তের অর্থ হলো ড্যারেন উইলসনকে এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের মুখোমুখি হতে হবে না।     কিন্তু জুরি বোর্ডের এই সিদ্ধান্ত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে কৃষ্ণাঙ্গদের মধ্যে। তারা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা ফার্গুসন এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।     কেবল মিসৌরির সেন্ট লুইসেই নয়, দেশটির আরো কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে।     প্রেসিডেন্ট বারাক ওবামা কৃষ্ণাঙ্গদের ‘গভীর হতাশাকে’ স্বীকার করে নিলেও সহিংসতার নিন্দা জানিয়েছেন।   একুশে সংবাদ ডটকম/এফরান/২৬.১১.০১৪:
Link copied!